সুদীপ পাল,বর্ধমানঃ
ভাতারের বেলেন্ডা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা দুজনের মৃত্যু হল পথদুর্ঘটনায়। গ্রামে ঢোকার মুখে মোটর বাইক আরোহী রাজু কোড়া (২১) ও মাখন কোড়াকে (১৭) ধাক্কা মারে বর্ধমানগামী একটি ট্রাক।
স্থানীয় সূত্রে জানা যায়, মাখন একাদশ শ্রেণীর ছাত্র। রাজু পেশায় দিনমজুর। গ্রামে পুজোর অনুষ্ঠান রয়েছে। সেই উপলক্ষে নেমন্তন্ন করতে সুনুর গ্রামে গিয়েছিলেন এই দুজন। ফেরার পথে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।স্থানীয়রা উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।একই পরিবারের দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এবং গ্রামে। উল্লেখ্য দুজনে সম্পর্কে মামাতো ভাই। ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক এবং খালাসি পলাতক।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পৃথক দুই পথ দুর্ঘটনায় কলেজ শিক্ষক পুলিশকর্মী সহ মৃত ৩
এলাকার বাসিন্দারা বলছেন, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সবসময়ই গাড়ির চাপ থাকে। অনেক ট্রাক চালকই বেপরোয়াভাবে তাদের ট্রাক চালান। বারবার প্রশাসনের কাছে পুলিশি নজরদারি জন্য এবং রাস্তায় হাম্প বসানোর জন্য আবেদন জানানো হলেও সে বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। মাখনের মা মুনু কোড়া বলছেন,এক দুর্ঘটনা দুটি ছেলেকে নিয়ে চলে গেল।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584