ফাঁসিদেওয়ায় বিষমদ খেয়ে মৃত দুই

0
61

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
নদীয়ার শান্তিপুরে চোলাই মদ খেয়ে বারো জনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার চোলাই মদ খেয়ে মৃত্যুর অভিযোগ উঠলো শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের মাদারবক্স এলাকায়।মৃতের বাবুল কর্মকার এবং অপরজনের নাম পরিচয় কিছুই জানা যায়নি।

চোলাই মদ খেয়ে মৃত্যু। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পরিবারের লোক বাবলুকে মৃত অবস্থায় ঘরের ভেতরে দেখতে পান।অপর আরেকজনকে বাড়ির বারান্দায় মৃত অবস্থায় পরে থাকতে দেখেন বাড়ির লোক।এরপর এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে এবং উত্তেজিত জনতা পাশের গ্রাম মধুজোতে চোলাই মদের ঠেকে হামলা চালায়।ভেঙ্গে দেওয়া হয় বেশ কয়েকটি চোলাই মদের ঠেক।এরপর এই ঘটনার খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানাতে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ পরিস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।এরপর মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।মৃতের পরিবারের অভিযোগ যে বাবলু প্রতিদিনই মদ্যপান করতেন। এবং তাদের এলাকায় চোলাই মদের ঠেক রয়েছে সেখানেই মদ খেতে যেতেন।তবে চোলাই মদ খেয়েই মৃত্যু হতে পারে।অপরদিকে এই বিষয়ে রুরাল ডিএসপি প্রবীর মন্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কী ভাবে মৃত্যু হলো তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here