হরষিত সিংহ,মালদহঃ
গালিগালাজের প্রতিবাদ করায় মদ্যপ যুবককের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক মহিলার।ঘটনায় গুরুতর জখম ওই মহিলার ছেলে। শুক্রবার গভীর রাতে মালদহের মোথাবাড়ী থানার বাঙ্গীটোলা গ্রামে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ছেলের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মা ও ছেলেকে বাঁচাতে গিয়ে আহত আরো দুই জন চিকিৎসাধীন বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম দুর্গা মিশ্র(৬০)। আহত ছেলের নাম রঞ্জিত মিশ্র(৪০)।স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত রূপক মিশ্র গ্রামের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।বাড়ীর সামনে দীর্ঘক্ষণ ধরে গালিগালাজ করায় প্রতিবাদ করতে যায় রঞ্জিত মিশ্র। অভিযোগ প্রতিবাদ জানাতে গেলে রূপক মিশ্র ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখে বাঁচাতে ছুটে যায় মা। অভিযুক্ত ওই বৃদ্ধা মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।ছেলে ও মাকে মদ্যপ যুবকের হাত থেকে বাঁচাতে ছুটে আসে প্রতিবেশিরা। তাদের মধ্যেও দুই জন জখম হন।পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ছেলেকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এই ঘটনায় অল্পবিস্তর আহত চিত্রা মিশ্র ও প্রশান্ত মিশ্র স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ী থানার পুলিশ। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584