পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
আটো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে পরে মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ার, আহত আরও সাতজন। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার মাঝিয়ালির ভরতগছ রাজ্য সড়কে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার, নাম রসনাড়া বেগম(২৬),বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকার লাগনুগছ গ্রামে।স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে চোপড়ার দলুয়া স্বাস্থকেন্দ্রে নিয়ে যায়।আহতদের অবস্থা আশঙ্কা জনক থাকায় আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়সূত্র জানা গিয়েছে,চোপড়া থানার লালবাজার থেকে রোশনারা বেগম নামে মহিলা সিভিক ভলেন্টিয়র অটোতে চেপে মাঝিয়ালী স্কুলে ডিউটিতে যাওয়ার পথে ভরতগছ এলাকায় অটোটি নিয়ন্ত্রন হারিয়ে নয়ন জুলিতে পরে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অটোর নীচে চাপা পরে যান ওই সিভিক ভলেন্টিয়র।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চোপড়া দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে।এই দুর্ঘটনায় আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ।মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এই ঘটনায় চোপড়া দাসপাড়ার লাগনুগছ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের সভাপতি লিপিকা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584