মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পেট্রোলের পর এবার ১০০-র গণ্ডি পেরলো ডিজেলও। রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি হাঁকালো ডিজেলের দাম। তেল সংস্থার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আলিপুরদুয়ারে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ১৭ পয়সা। পুরুলিয়ার ঝালদায় এক লিটার পেট্রোলের দাম ১০৯ টাকা ২৯ পয়সা, এক লিটার ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। নদিয়া জেলার কৃষ্ণনগরে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ৯৪ পয়সা, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা ১৬ পয়সা।
কোচবিহারে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ৮৬ পয়সা। সেখানে লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৮ পয়সা। মুর্শিদাবাদে এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা ৩ পয়সা। কলকাতায় এখনও ১০০-র গণ্ডি পেরোয়নি ডিজেল। তবে প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়েছে এই জ্বালানির দাম। এই মুহূর্তে কলকাতায় এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৯৯ টাকা ০৮ পয়সায়।
আরও পড়ুনঃ দেশের ৯৫% মানুষের গাড়ি নেই তাই পেট্রোলের দাম নিয়ে চিন্তাও নেই, দাবি উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রীর
উত্সবের মরসুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম লাগাতার বাড়ছে। একে একে সেঞ্চুরী পেরলো জ্বালানির মূল্য। ফলে গৃহস্থের ঘরে আগুন। জ্বালানির আকাশছোঁয়া দামে মাথায় হাত মধ্যবিত্তের। এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহণ খরচ। আর সেই কারণেই বাজারে অগ্নিমূল্য মাছ থেকে সব্জি, সবকিছুই।
আরও পড়ুনঃ ডিজিটাল ভারতে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও লাগবে ‘প্রসেসিং ফি’, চালু করল ফোনপে
রোজকার বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতার। ফলে অল্পতেই সাধ মেটাতে হচ্ছে সাধারণকে। এহেন পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতায় যদি ডিজেলের দাম ১০০ টাকা ছুঁয়ে ফেলে, তাহলে সেদিন ১ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে শহরের সমস্ত পেট্রোল পাম্প।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584