নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এবার সেই আঁচ এসে লাগলো ভারতের শিল্পক্ষেত্রে। এক ধাক্কায় ২৫ টাকা বাড়লো লিটার প্রতি ডিজেলের দাম। তবে পেট্রোল পাম্পে ডিজেলের দামে কোন পরিবর্তন হচ্ছে না। এর ফলে বেশ ভালো রকম চাপে পড়তে চলেছে বেসরকারি তেল সংস্থাগুলি।
শিল্পক্ষেত্রে ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে মূলত প্রভাব পড়বে জিয়ো-বিপি, শেল এবং নায়ারা এনার্জি-র মতো সংস্থায়। আগের তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে বিক্রি কমে যাওয়ার ফলে ইতিমধ্যেই ২০০৮ সালে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ তাদের ১,৪৩২টি পেট্রল পাম্প বন্ধ করে দিয়েছে। সরকারি তেল কোম্পানিগুলির ভর্তুকি যুক্ত দামের সঙ্গে পাল্লা দিতে না পেরেই বিক্রি কমে যায় তাদের। শিল্পক্ষেত্রে ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে আবার সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে পারে বেসরকারি সংস্থাগুলি। তবে বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও ২০২১ সালের নভেম্বরের পর সরকার পরিচালিত সংস্থাগুলি পেট্রল, ডিজেলের দাম বাড়ায়নি।
আরও পড়ুনঃ কাগজ আমদানির পর্যাপ্ত ডলারেও টান তাই বন্ধ হল স্কুলের পরীক্ষা, চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা
দাম বাড়ার পরে রবিবার দিল্লির পেট্রল পাম্পে এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা থাকলেও শিল্পক্ষেত্রে এক লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা। মুম্বাইতে ডিজেলের দাম হয়েছে ১২২ টাকা ৫ পয়সা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584