করোনা আবহে পুজোর প্রাক্কালে চালু দিঘা-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস

0
66

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারি নোবেল করোনা ভাইরাসের মোকাবিলায় ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে যান চলাচল ৷ স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, দীর্ঘ লকডাউনের পর পুজোতে পর্যটকদের কথা মাথায় রেখে শনিবার থেকে চালু হল দিঘা- হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন।

train | newsfront.co
স্বস্তির যাত্রা ৷ নিজস্ব চিত্র

আর এই সময়ে পরিবারের সাথে খুশির সময় কাটাতে প্রথম দিনে প্রায় ৫০ জন পর্যটক এলেন ট্রেনে করে। রেল সূত্রে জানা যাচ্ছে উইক এণ্ডে আগামীকাল ট্রেনের ৬৫ শতাংশ বুকিং রয়েছে। ট্রেনটি হাওড়া থেকে সকাল ১১ টায় ছাড়ছে,দিঘা থেকে ৩:৩০ মিনিটে ছাড়ছে। এই ট্রেনটি আপাতত পুজোর মরসুমে চলতে থাকবে।

police | newsfront.co
নিজস্ব চিত্র

পর্যটকরা জানাচ্ছেন ফুল স্যানিটাইজ করা হচ্ছে যাওয়া আসা উভয় ক্ষেত্রেই। প্ল্যার্টফর্মও প্রতিনিয়ত স্যানিটাইজ করা হচ্ছে । পুজোর প্রাক্কালে ট্রেন চালু হওয়াতে স্বাভাবিক ভাবেই খুশি পর্যটকেরা।

আরও পড়ুনঃ দীর্ঘ আটমাস পর চালু হল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস,খুশি ঝাড়গ্রামবাসী

আর প্রথম দিনে সমুদ্র সৈকত এলাকায় বেড়াতে এসে এক পর্যটক স্বর্ণালী হাজরা বলেন, “দীর্ঘদিন মহামারি ভাইরাসের কারণে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে আটকে পড়েছিলাম বাড়ির মধ্যেই, ক্রমশ দমবন্ধ হয়ে আসার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অবশেষে খোলা আকাশের নিচে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছি ৷”

আরও পড়ুনঃ ডিএসপি ট্র্যাফিক চন্দন দাসকে সংবর্ধনা সদ্য পুলিশের কনস্টেবল পদে চাকুরি পাওয়া ছাত্রদের

এছাড়াও মহামারি ভাইরাসের কথা মাথায় রেখে রেল প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়েছে পর্যটকদের জন্য, তাতে অত্যন্ত খুশি হয়েছে পর্যটকরা ৷ সব মিলিয়ে দীর্ঘদিন লকডাউন কাটিয়ে ওঠার পর সমুদ্র সৈকত এলাকা ঘুরতে আসতে পেরে স্বাভাবিক ভাবেই বেজায় খুশি পর্যটকরা ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here