নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীদের অবসরকালীন প্রাপ্য টাকা থেকে ‘ডিজিটাল ক্লাস রুম’ উপহার দিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ কুমার দাশ।শনিবার বাঁকুড়ার সিমলাপালের হেত্যাগোড়া প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গল মহলের প্রথম কোন প্রাথমিক বিদ্যালয়ে ই-লার্নিং পদ্ধতির মাধ্যমে পাঠদানের সূচণা হলো।’স্বাক্ষরতা দিবসে’র দিন ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের সৌজন্যে চালু হওয়া এই ই-লার্নিং শিক্ষা ব্যবস্থার উদ্বোধন করলেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।
বিডিও রথীন্দ্রনাথ অধিকারী,প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ কুমার দাস ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অনুপ পাত্র,পঞ্চায়েত সমিতির সদস্য কাঞ্চন পাল প্রমুখ।সিমলাপালের হেত্যাগোড়া প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার পর দু’মাস আগে অবসর গ্রহণ করেন প্রধান শিক্ষক সনৎ কুমার দাশ।এলাকায় ছাত্র দরদি শিক্ষক হিসেবে তাঁর যথেষ্ট সুখ্যাতি রয়েছে।মনের মধ্যে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান পদ্ধতির ইচ্ছে থাকলেও তা আর হয়ে ওঠেনি।পরে অবসর গ্রহণের পর তিনি তাঁর অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন।
অবসরকালীন প্রাপ্য টাকা দিয়ে নিজের ছেড়ে আসা স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য দান করলেন প্রোজেক্টর।যার সাহায্যে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সময়োপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পড়াশুনার সুযোগ পাবেন।প্রাক্তন প্রধান শিক্ষকের এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রী থেকে অভিভাবক মহলে।
আরও পড়ুনঃ স্টুডেন্ট সায়েন্স সেমিনারে তৃতীয় ঝাড়গ্রামের সম্পৃক্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584