নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ভাবতে অবাক লাগছে তাই তো? ডিজিটালে আবার ফিল্ম অ্যাওয়ার্ড কী ভাবে মিলবে! কেন নয়? অনলাইনে যদি লেখাপড়া হতে পারে, আপিসের কাজকর্ম চলতে পারে, বিকিকিনি হতে পারে, ইন্টারভিউ হতে পারে তা হলে পুরস্কার কেন নয়? একটা কাজ করার পর প্রত্যেকটা মানুষ স্বীকৃতি চায়। আর সেটা না পেলেই নিজেকে সে ব্রাত্য, ভাগ্যহীন-ভাগ্যহীনা বলে মনে করে। একই কথা খাটে চলচ্চিত্রজগতের ক্ষেত্রেও। শিল্পীরা নিজেদের কাজের স্বীকৃতি চান সবসময়।
কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মঞ্চে চাঁদের হাট বসা সম্ভব নয় মোটেই। আর তাই এক অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ‘ফেম ফ্যাশন অ্যান্ড ডিজিটাল এক্সেলেন্স’ এবং ভারতের শীর্ষস্থানীয় আঞ্চলিক সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ‘হেলো’। এদের যৌথ উদ্যোগেই ২০১৯-এর ১ এপ্রিল থেকে ২০২০’র ৩১ মার্চ অবধি যেসব বাংলা ছবি দর্শকের দরবারে এসেছে সেগুলিকে পুরষ্কৃত করা হবে ডিজিটাল প্ল্যাটফর্মে, ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস- বাংলা’-তে।
একটি ওয়েব প্রেস কনফারেন্সের মাধ্যমে আজ সামনে এল ‘ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড’-এর লোগো। জুম অ্যাপের মাধ্যমে এদিন ফেম ফ্যাশন অ্যান্ড ক্রিয়েটিভ এক্সেলেন্স-এর অফিসে হাজির করা হয় বিনোদনজগতের সাংবাদিকদের। লোগো লঞ্চ করলেন শ্রাবন্তী চ্যাটার্জি। হাজির ছিলেন প্রভাত রায়, অপরাজিতা আঢ্য, শ্রাবন্তী চ্যাটার্জি, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ। প্রত্যেকেই এই অভিনব উদ্যোগে বেজায় খুশি।
আরও পড়ুনঃ নতুন ফরম্যাটে শুরু হল শুটিং
ভারতবর্ষ কেন, সারা বিশ্বে কোথাও কোনওদিন এমন হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী-পরিচালক সুদেষ্ণা রায়। একইভাবে এই উদ্যোগকে স্যালুট জানিয়েছেন উপস্থিত প্রভাত রায়, অপরাজিতা আঢ্য, শ্রাবন্তী চ্যাটার্জি, অভিজিৎ গুহ।
প্রসঙ্গত, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সহ চলচ্চিত্রজগতের অন্যান্যরাও এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শরিক হবেন। এই প্রথমবার কোনও শো ৯ঃ১৬ ভার্টিক্যাল ফর্ম্যাটে শ্যুট করা হবে। সোশ্যাল মিডিয়ায় দেখার জন্যই এভাবে ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।
আরও পড়ুনঃ বাংলায় দশদিনে দ্বিগুণ বৃদ্ধি কনটেনমেন্ট জোন
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে হেলো ব্যবহারকারীদের কাছে রিয়েল টাইম এবং জনপ্রিয় পুরষ্কার বিভাগের ভোট প্রক্রিয়া অ্যাক্সেস থাকবে। দর্শকদের আকৃষ্ট করার ও বিনোদন দেওয়ার জন্য, টালিউডের শীর্ষস্থানীয় অভিনেতারা ভার্চুয়াল পারফরম্যান্সের পাশাপাশি তাঁদের হেলো অ্যাকাউন্ট থেকে উপস্থিত থাকবেন।
পুরষ্কার বিতরণের শো’টি দশটি পর্বে ছড়িয়ে দেওয়া হবে। অ্যাওয়ার্ড শো’টি চলতি বছরের ৫ জুলাই থেকে ১৫ জুলাই অবধি হেলোতে দেখতে পাবেন। এরপর ফেসবুক, আইজিটিভি এবং ইউটিউব-এও দেখা যাবে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস- বাংলা’-তে। ফিল্মস অ্যান্ড ফ্রেম ব্র্যান্ডের একচেটিয়া ডিজিটাল সামগ্রী তৈরি করেছেন নীল রায় এবং তন্ময় ব্যানার্জি। সুতরাং তাঁদেরকে স্যালুট জানাতেই হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584