মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
লকডাউনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বলিউডের জনপ্রিয় গায়িকা মহালক্ষ্মী আইয়ার-এর মিউজিক কনসার্ট। ভাবছেন এই কনসার্টে আপনি যাবেন কী করে? মহালক্ষ্মী আইয়ার-এর মিউজিক কনসার্ট দেখতে আপনাকে কোত্থাও যেতে হবে না। বাড়িতে বসেই লাইভ দেখতে পাবেন এই মিউজিক কনসার্ট। মিউজিক সংস্থা আশা অডিও শুরু করেছে লকডাউন স্পেশ্যাল ডিজিটাল লাইভ মিউজিক কনসার্ট।
আর সেখানেই আজ, শনিবার সন্ধ্যে ৭টায় গানের সম্ভার নিয়ে হাজির হবেন মহালক্ষ্মী আইয়ার। এই লাইভে অনুরাগীরা গান শুনতেও পাবেন আবার মিউজিক কনসার্টে মহালক্ষ্মী আইয়ারকে দেখতেও পাবেন। তবে তার জন্য টিকিট বুক করতে হবে। এই বুকিং কীভাবে করবেন, তা বিস্তারিতভাবে বলা আছে ওই মিউজিক সংস্থার ফেসবুক পেজে।
কোভিড-১৯-এর প্রভাব পড়েছে মিউজিক ইন্ডাস্ট্রিতেও। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। যার কারণে জমায়েত থেকেও দূরে থাকতে হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে প্রকাশ্যে লাইভ মিউজিক কনসার্ট করারও কোনো উপায় নেই। এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
আরও পড়ুনঃ টরান্টোতে আমন্ত্রিত রাজাদিত্যর তথ্যচিত্র ‘ডেথ অফ ডেথ’
ফলে আগামী বেশ কিছুমাস এভাবেই চলতে হবে সঙ্গীত শিল্পীদের। তাই এই দুর্দিনে সঙ্গীত শিল্পীদের পাশে দাঁড়ালো এই অভিজাত মিউজিক সংস্থা। গত ৮ মে থেকে লাইভ মিউজিক কনসার্ট শুরু করেছে এই সংস্থা। ইতিমধ্যেই এই কনসার্টে অংশগ্রহণ করেছেন সঙ্গীত শিল্পী জয়তি চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, ইমন চট্টোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, দুর্নিবার সাহা, সৌনক চট্টোপাধ্যায়, অন্বেষা দত্তগুপ্ত-সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ লকডাউনের অন্দরেই হাজির ‘আস্ফালন’
এছাড়াও, এই লকডাউনে দর্শক ও শ্রোতাকে একঘেয়েমি জীবন থেকে একটু রেহাই দিতে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এই জনপ্রিয় মিউজিক সংস্থা। সেই অনুষ্ঠানের নাম ‘চাঁদের হাট’। এটাও বাড়িতে বসেই দেখতে পাবেন দর্শকরা। এই অনুষ্ঠানে হবে গান ও আড্ডা। সঙ্গে থাকবে কবিতাও।
৫ জুলাই, রবিবার রাত ৮ টায় ‘চাঁদের হাট’এ থাকবেন যীশু সেনগুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয় সরকার ও রুদ্রনীল ঘোষ। আগামী পর্বে ‘চাঁদের হাট’এ উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, উজ্জয়িনী মুখোপাধ্যায়, কিঞ্জল চট্টোপাধ্যায় এবং পিউ মুখোপাধ্যায়। ২০২০-র জুলাই মাস পর্যন্ত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান যদি লাইভ দেখতে চান তাহলেও দর্শককে আগে থেকে টিকিট বুক করতে হবে। আর এই বুকিংয়ের টাকার পুরোটাই চলো যাবে কোভিড ও আমপান-বিধ্বস্তদের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584