নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিজিটাল এক্স-রে বিভাগ বন্ধ রয়েছে দীর্ঘ দশ পনেরো দিন ধরে। যার ফলে হয়রানির শিকার হতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আসা আউটডোর ও ইনডোর ভর্তি থাকা বিভিন্ন রোগীদের। ফলে প্রত্যেকদিন হাসপাতলে কয়েকশো রোগীর এই ডিজিটাল এক্সরে থেকে বঞ্চিত থাকছে।
রোগীদের বাইরে নিয়ে গিয়ে ডিজিটাল এক্সরে করিয়ে আনতে হচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে থাকলেও তারা কেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ডিজিটাল এক্সরে সারা এর কোন ব্যবস্থা করেনি এখন এই নিয়ে উঠছে প্রশ্ন।
দিনের পর দিন এইভাবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মতন হাসপাতাল তার যে পরিষেবা থেকে বঞ্চিত থাকবে সাধারণ রোগীরা সেটাই এখন প্রশ্ন চিহ্ন রোগীর আত্মীয়দের।এক
রোগীর আত্মীয় ইসরাইল সেখ দীর্ঘ কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন ডিজিটাল এক্সরে করার জন্য যেখানে খোঁজ নিতে যান সেখানে তাকে বলা হয় একটা নাম্বার দেওয়া আছে ফোন করুন ফোন করলে কিন্তু সেই নম্বরে কোন ফোন তোলা হয় না। উনি পানাগর থেকে রোগী নিয়ে ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অন্যদিকে হাসপাতাল সুপার গৌতম নারায়ন সরকার জানান ডিজিটাল এক্স-রে ঘরের ওপরতলার কাজ হওয়ার কারণে ইলেকট্রিক্যাল সমস্যা হওয়ার কারণে বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির জলঙ্গী পুলিশ স্টেশনে
তিনি আরও বলেন, আমাদের তো সবসময় রোগীদের ডিজিটাল এক্সরে প্রয়োজন হয় না সেই কারণে সে রকম অসুবিধা হচ্ছে না হাসপাতলে এই বলে সাফাই দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584