মনিরুল হক,কোচবিহারঃ
ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি বাজার সংলগ্ন এলাকা।জানা গেছে, বুধবার রাতে তৃণমূল যুব সমর্থিত নির্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা বিবি স্বামী হাসানুর জামান রহমানের সাথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য মানু মিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক লেনদেন নিয়ে বচসা শুরু হয়।
এরপরে এই দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। পাশাপাশি সেখানে কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ।ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও এলাকায় গোলাগুলির খবর পেয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস ও আই সি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ বাইক র্যালি ঘিরে বিজেপি পুলিশ সংঘর্ষে উত্তপ্ত গোয়ালতোড়
জানা গেছে এলাকায় গোলাগুলি চললেও এই ঘটনায় কেউ আহত হয়নি। এই ঘটনার পরেই ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।এদিকে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা বিবির বাড়িতে ভাঙচুর চালায় বলে তারা অভিযোগ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584