নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
স্কুল শিক্ষকদের টিউশনি পড়ানোর প্রতিবাদে বাঁকুড়ার ডিআই-কে ১১ দফা দাবি জানিয়ে ডেপুটেশন দিল গৃহশিক্ষকরা ।
স্কুল শিক্ষকদের টিউশনি পড়ানোর প্রতিবাদে এর আগেও গৃহশিক্ষকরা বহুবার আন্দোলনে নেমেছেন কিন্তু তারপরেও স্কুল শিক্ষকরা টিউশনি পড়িয়ে যাচ্ছেন। ফলে সমস্যায় পড়তে হচ্ছে গৃহশিক্ষকদের।
এই দাবি তুলে আবারো আন্দোলনের পথে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি সংগঠনের শিক্ষকরা। এবার বাঁকুড়া জেলার ডিআই-এর কাছে ১১ দফা দাবি জানিয়ে ডেপুটেশন দিল গৃহশিক্ষকরা। প্রথমে তারা বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম-এর সামনে থেকে একটি মিছিল করে স্কুল ডাঙ্গা ডিআই অফিসের সামনে জামাযেত হন।
সেখানে দীর্ঘ সময় তারা বিক্ষোভ দেখানোর পর তাদের একটি প্রতিনিধি দল ডিআই-এর হাতে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন ।
বাঁকুড়া জেলার গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শঙ্কু রাজ বিশ্বাস বলেন , সরকারি আইন কে মান্যতা দিয়ে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের টিউশনি পড়ানো বন বন্ধ করতে হবে। সরকারি কর্মীদের যেরকম ঘুষ নিলে তদন্ত কমিশনের ব্যবস্থা থাকে, তেমনি স্কুল শিক্ষকরা সরকারি আইনকে উপেক্ষা করে আয়কর ফাঁকি দিয়ে কাল টাকা উপার্জন করছে তার বিরুদ্ধে তদন্তের জন্য তদন্ত কমিশন স্থাপন করতে হবে। প্রজেক্ট এবং প্রাক্টিক্যাল এর নামে যে ভাওতাবাজি চলছে সেটা কে সরিয়ে দিয়ে বৃক্ষরোপনের মতো সামাজিক কর্মসূচি সিলেবাসে আনা হোক।
ডিআই-এর সাথে স্কুল শিক্ষকদের একটি আঁতাত আছে বলেও তিনি অভিযোগ তোলেন।
আরও পড়ুনঃহলং-এ অজ্ঞাত পরিচয় দুই বাইক আরোহীর মৃত্যু
ডিআই সাহেবের কাছ থেকে লিখিত আশ্বাস যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা ডিআই অফিস ঘেরাও করে রাখবে এবং অবস্থান কর্মসূচি নেবে বলে হুঁশিয়ারি দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584