নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ বিজেপির কেন্দ্রীয় কমিটি আগামী লোকসভা নির্বাচনে ১৮৪ জনের নামের তালিকা ঘোষণা করে।তার মধ্যে প্রথম পর্যায়ে ২৭টি নামের তালিকা পশ্চিমবঙ্গের। মেদিনীপুর লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ এবং ঘাটালের লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষের নাম ঘোষণা করা হয়।নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে খড়গপুর এ নিজের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকে নির্বাচনী আলোচনা ব্যস্ত হয়ে পড়ে।বৈঠকের আগে সাংবাদিকদের উদ্দেশে জানান যে,আগামী নির্বাচনে এই বাংলায় আগামী ২৩শে মে ২৩টা সিট জয় করে দেখিয়ে দেব।আমি যেখানেই প্রথম দাঁড়ায় সেখানেই জিতি।
খড়গপুর,মেদিনীপুরের লোক মাফিয়া রাজ আর চায় না তাই তৃণমূল মেদিনীপুর লোকসভাতে আর জিততে পারবে না।ভারতী ঘোষ সম্বন্ধে জানান উনি দক্ষ পুলিশ অফিসার ছিলেন।কিন্তু ওনার ওপর অনেক অত্যাচার হয়েছে,রাজনৈতিক স্বার্থে ওনাকে ব্যবহার করা হয়েছে। উনি সেই অত্যাচারের প্রতিবাদ রাজনৈতিকভাবে প্রতিশোধ নিতে চান।আমার মনে হয় ঘাটালের মানুষ ওনাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে।
আরও পড়ুনঃ ভোট প্রচারে নকুলদানা জল, নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ বিরোধীদের
আর তৃনমূল প্রার্থী মানষ রঞ্জন ভূঁইয়া সম্বন্ধে বলে উনি গত লোকসভা নির্বাচনে হেরেছেন,এবারেও হারবেন। হেরে যাওয়ার ভয়ে আগে থেকেই রাজ্যসভার সদস্য হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584