ভোট প্রচারে নকুলদানা জল, নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ বিরোধীদের

0
48

সুদীপ পাল,বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের আউশগ্রাম অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস নকুল দানা আর জল দিয়ে প্রচার শুরু করলো। আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মন্ডলের নির্দেশে মানুষকে নকুলদানা-জল খাইয়ে ভোট প্রচার শুরু করল তাঁরা।

 complained to break the election rules against opponents
ভোট প্রচারে নকুলদানা।নিজস্ব চিত্র

তবে একই সাথে গুসকরায় শুরু হয়েছে বিতর্ক।পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে এখনো দেওয়াল লিখন হয়নি।অভিযোগ দলের কয়েকজন বিদায়ী কাউন্সিলর এখনো প্রার্থীর হয়ে প্রচারেই নামেননি। গুসকরা এলাকাটি বোলপুর লোকসভা কেন্দ্রের অধীন। পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে দশটি এবং বামেদের পাঁচটি। তবে নকুলদানা এবং জল বিলি করা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ মাদারিহাটে বসন্ত উৎসবে মাতলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে

এই প্রসঙ্গে আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার বলেন, যা উন্নয়ন হয়েছে তা মানুষকে জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হচ্ছে।যদিও বিরোধী দলের দাবি,ভোট প্রচারে এভাবে নকুলদানা বিলি করা যায় না।বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here