একরাষ্ট্র একভাষা জনতার দরবারে ব্যাখ্যা দিলীপের

0
240

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

জনতার দরবার অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নং ব্লকের সাউরী ভোলানাথ বিদ্যামন্দিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।

Dilip explained one state one language | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তিনি এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন এবং অভিযোগগুলি সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান । এদিন তিনি জনতার দরবারে হাজির হয়ে শোভন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার সম্ভাবনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, দল ছেড়ে যাবেন না সবাই দলে রয়েছেন থাকবেন। এছাড়াও গতকাল হিন্দি ভাষা দিবস উপলক্ষ্যে এক জাতি এক ভাষা অমিত শাহের এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন তার এই বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে কারন হিন্দি ভাষা আমাদের দেশ এবং দেশের বাইরে অন্যান্য ভাষা থেকে বহুল প্রচলিত । তাই বাইরের দেশের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য হিন্দি ভাষা শেখা বা জানা বহু প্রয়োজন।

আরও পড়ুনঃ পাঁচ মাস পর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

এতে বিরোধীরা মনে করে যে যার মাতৃভাষাকে অসম্মান করা হচ্ছে এক্ষেত্রে তার বক্তব্য আমরা কোনো ভাষাকে অসম্মান করছি না। সবার একটা মাতৃভাষা রয়েছে সে ভাষায় সে কথা বলুক কিন্তু বাইরের দেশের সংযোগ স্থাপনের জন্য হিন্দি ভাষাটা জানা প্রয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here