ফের আস্থা দিলীপেই, রাজ্য সভাপতির পদে পুনর্বহাল মেদিনীপুরের সাংসদের

0
42

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বাংলায় বিজেপির সভাপতি পদে আবারও বসছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি রাজ্য সভাপতির নির্বাচনে দিলীপের উপর আস্থা রাখল ৬ প্রার্থী।

উল্লেখ্য, এর আগে বুধবার দিলীপ ঘোষ স্বয়ং ইঙ্গিত দেন বিজেপি রাজ্য সভাপতির পদে তাঁর আবার নিযুক্ত হওয়ার। এ দিন সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, ‘‘গতবার অমিত শাহ আমার নাম ঘোষণা করেছিলেন আমার মতামত না নিয়েই।

dilip ghosh | newsfront.co
ফাইল চিত্র

প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছি। ৩ বছর সময় দিয়েছিলেন আমায়। এক বছর বোনাস পেয়েছি। ৪ বছর হয়ে গিয়েছে। সংবিধান অনুযায়ী সভাপতি হিসেবে আমায় আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা সেটা দলের ব্যাপার’’।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী প্রস্তাবিত কলকাতা বন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের

দিলীপ আরও বলেন, ‘‘মনোনয়ন জমা দিয়ে বলা হয়েছিল, সই করে দিয়েছি। সাংবিধানিক প্রক্রিয়া এটা। একে আমরা সংগঠন পর্ব বলেছি। কিছুদিন আগে সর্বভারতীয় নির্বাচন পর্যবেক্ষকের সহকারী কিরেণ রিজিজু এসেছিলেন, সব কাগজপত্র দেখে গিয়েছেন। আমাদের এখানে এই প্রক্রিয়া দেখছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়’’।

তবে সাংসদ থাকাকালীন একের পর এক নজিরবিহীন সাফল্য আসে দিলুদা’র কোর্টে। লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসনে জয়লাভ প্রসঙ্গে এ দিন দিলীপ বলেন, ‘‘দলের লক্ষ লক্ষ কর্মী কাজ করছেন। অনেকে মারা গিয়েছেন। আমি সভাপতি হিসেবে সামনে আছি, নেতৃত্বে আছি ঠিকই। তবে এটা সকলের সাফল্য। সকলে লড়াই করে জিতিয়েছে দলকে’’।

আরও পড়ুনঃ এনপিআর-এনআরসি সম্পর্কযুক্ত কিনা জানতে শীর্ষ আদালতে আবেদন মুসলিম লীগের

যদিও দিলুদা’র হটকারি একপেশে মন্তব্য নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন অনেকেই। সম্প্রতি দিলীপের “কুকুরের মতো গুলি করে মারার” মন্তব্যে বিজেপির সহকর্মীরা অনেকেই অস্বস্তিতে পড়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সেই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ বলে সমালোচনা করেছন।

এই কারণে রাজ্যের তিন কেন্দ্রে সদ্য শেষ হওয়া বিধানসভার উপনির্বাচনে গেরুয়া বাহিনীর পরাজয়ে অনেকটাই দায়ী দিলীপের ঠোঁটকাটা মন্তব্যগুলি– মনে করছেন দলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here