ভাইফোঁটার দিনে মহিলাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার দিলীপের

0
57

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ভাইফোঁটার দিনে মহিলাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।অন্যান্য বছরের মত এই বছরও বিজেপির দলীয় কার্যালয়গুলিতে ভাইফোঁটার আয়োজন করা হয়। কিন্তু হেস্টিংস বিজেপি দলীয় কার্যালয়ে এবারের ভাইফোঁটা বেশ অন্যরকম।

bhai phonta celebration | newsfront.co
ফোঁটা নিচ্ছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

সমাজে অত্যাচারিত মহিলারা মেতে ওঠেন এবারের ভাইফোঁটায়। এদিন দিলীপ ঘোষ জানান, তিনি ভাইফোঁটা উৎসবে শামিল হতে পেরে খুবই আনন্দিত। এবারের ভাইফোঁটা বিশেষ তাৎপর্যবাহী, কারণ এমন দুজন মহিলা তাকে ভাইফোঁটা দিয়েছেন যারা রাজনৈতিক হিংসা এবং সামাজিক হিংসার শিকার। বনগাঁর বাসিন্দা সুমিতা অ্যাসিড হামলার শিকার। অ্যাসিড হামলার ফলে বদলে যায় তার মুখের আকৃতি।

bhai phonta | newsfront.co
ফোঁটা নিচ্ছে মুকুল রায়। নিজস্ব চিত্র

সেই হিংসার ক্ষত এখনও বয়ে নিয়ে চলেছে সে। আজ দিলীপ ঘোষকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উদযাপন করে সুমিতা। অপরদিকে তৃণমূলের রাজনৈতিক হিংসার শিকার হন দক্ষিণ ২৪পরগনার বিজেপি মহিলা মোর্চার সদস্যা রাধারানী নস্কর। তিনিও আজকের দিনে দিলীপ ঘোষকে ভাইফোঁটা দেন।

আরও পড়ুনঃ কোভিড কড়াকড়িতে নিয়মরক্ষার ছট পুজোর প্রস্তুতি গেরগেন্ডা নদীতে

অনুষ্ঠানে শেষে দিলীপ বাবু জানান,”পবিত্র ভাইফোঁটার দিনে উৎসবে সামিল হতে পেরে তিনি আনন্দিত। কিন্তু পশ্চিমবঙ্গে মহিলাদের উপর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হিংসা। অত্যাচারিত হচ্ছেন তারা। অত্যাচারিত মহিলাদের পাশে বিজেপি থাকবে। মহিলাদের উপর অত্যাচার যাতে না হয় সেই লক্ষ্যই থাকবে বিজেপির।” ভাইফোঁটার দিনে বাংলার বোনদের সুরক্ষার অঙ্গীকার করেন মেদিনীপুরের এই সাংসদ।

আরও পড়ুনঃ তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে উত্তপ্ত দেওচড়াই

অন্যদিকে  ভাইফোঁটায় জনসংযোগ করল বিজেপি। কালীঘাট চত্বরে ব্যবসায়ী  হকারদের ফোঁটা দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন,”যারা সারা বছর কালীঘাটের মন্দির জমিয়ে রাখেন, সেই সমস্ত হকার দোকানদারদের মঙ্গল কামনায় তাদের ফোঁটা দিলাম। তাদের ভালবাসা জানালাম। তারা ভাল থাকুন, সুস্থ থাকুন ও শান্তিতে থাকুন।” এছাড়া রাজ্য বিজেপি দফতরে ভাইফোঁটায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু, রাজকমল পাঠক, সংখ্যা লঘু মোর্চার রাজ্য সভাপতি জনাব আলি হোসেন।

আরও পড়ুনঃ ভেটাগুড়িতে বোমা উদ্ধার

সেখানে তাঁদের ফোঁটা দেন  মহিলা মোর্চার সদস্যা ইসরত জাহান । অন্য দিকে বিজেপির হেস্টিংস অফিসে ভাইফোঁটা নেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,  জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দোপাধ্যায়,  রাহুল সিনহারা।

এই অফিসে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী  অগ্নিমিত্রা পল ও তাঁর কমিটির সদস্যারা । অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষকে একটি পাঞ্জাবি হাতে তুলে দেন। দিলীপ ঘোষও অগ্নিমিত্রা পলের হাতে মিষ্টি খাবার টাকা দেন বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here