উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ক্ষমতায় এলে পুলিশের সম্মান রাজ্যে ফিরিয়ে দিতে চান বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার জোকায় প্রাতঃভ্রমণে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরকমই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূলের জমানায় পুলিশের উর্দির সম্মান নষ্ট হয়েছে।
বীরভূমই তার প্রমাণ। পুলিশের সম্মান আমরা ফিরিয়ে দেব। ২০১৬-য় পুলিশকে উনি বলেছিলেন ফ্ল্যাট দেবেন, দিয়েছেন কি? পুলিশকে প্রতারিত করা হয়েছে।“ জোকার ডায়মন্ড পার্কে চা-চক্রে পুলিশ প্রসঙ্গে এভাবেই তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের।তিনি আরও বলেন, “আইএএস, আইপিএস ধর্না দিয়ে বসে আছে অনুব্রতর (মণ্ডল) সামনে। এ দৃশ্য ভারতের কেউ দেখেছে কোনও দিন।
এই জন্য কি ওনারা আইএএস আইপিএস হয়েছেন? ভদ্রলোকের ছেলে! এই অসম্মানের বদলা চাই। সমস্ত অফিসারদের চাকর বাকর বানিয়েছেন? সামান্য সম্মান পান না তাঁরা! তাহলে কী সেবা দেবেন আমাদেরকে?”দিলীপ ঘোষের দাবি, “রাজ্য পুলিশের সম্মান আমরা ফেরত দেব। আমাদের কেস দিয়েছেন কেন আমরা জানি। পুলিশ প্রশাসন নিরপেক্ষ না হলে সেই সমাজে কিছু হতে পারে না। আমরা আপনাদের সম্মান ফেরত দেব।“
আরও পড়ুনঃ বঙ্গ রাজনীতিতে নয়া ধারার সূত্রপাত নন্দীগ্রাম বিধায়কের
প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন পুলিশ নিয়ে নিরন্তর কটুক্তি করে গেছেন দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপি নেতারা, এবার ভোটের আগে প্রশাসনিক সহানুভূতি পেতেই পুলিশের সম্মান নিয়ে বাক্য ব্যয় বলেই অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
গতকাল রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণাকে আক্রমণ করে দিলীপ বলেন, “কেন ডিএ বাকি। আমাদের চাপে ঘোষণা। তাও জানুয়ারিতে। বেঁচে থাকলে পাবেন। সব রাজ্য দেয়। এখানে সরকার কেন দিতে পারে না। পিএফের টাকাও জমা না দিয়ে ঝেড়ে খেয়ে নিচ্ছে সব।“
উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়ার কথা জানান মমতা। এদিন সেই নিয়েও কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, আবার বলছেন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব দেবেন। যে সাইকেল দিয়েছেন সেটা চড়ে বাড়ি ফেরা যায় না। কাটমানি খেয়েছে ভাইয়েরা। ট্যাব চলবে তো? যে দশ বছরে কিছু করেনি, সে দু’মাসে করবে?’
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর হাতে হল মাঝেরহাট ব্রিজের উদ্বোধন, প্রায় সম্পূর্ণ টালা ব্রিজ ভাঙার কাজ
বাইক মিছিল নিয়েও সোচ্চার হন দিলীপ। তিনি বলেন, “আমার সঙ্গে ছেলেরা বাইকে যেত। কাল পুলিশ বলেছে বাইক মিছিল চলবে না। টিএমসি করতে পারবে। বাইক মিছিল করে দুয়ারে দুয়ারে সরকার। কোনও দিন দেখেছেন বিডিওকে?”
দিলীপের দাবি, কলকাতায় বিজেপির সভায় এখন লোক বাড়ছে। দিলীপ ঘোষ বলেন, “কলকাতায় বিজেপি সভা করছে। লোক ভিড় করছে। এটা দু’মাস আগে কল্পনা করতে পারেনি কেউ। এখন এটাই বাস্তব। বলছেন, কলকাতায় নাকি বিজেপি নেই। ডিসেম্বরে দেখবেন কি হয়। যাদের টেনশন তাদের ঠিক শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসে আবার বেহালায় আসব। আর তৃণমূলের লোক খুঁজে পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করে সিএএ লাঘু করলেও এরাজ্যে তৃণমূল সরকার তা বলবৎ করতে দিচ্ছেন না।“
শুভেন্দু নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ। বলেন, “টিএমসির মুসল পর্ব শুরু হয়েছে। নিজেদের গৃহযুদ্ধ। যারা বুড়োরা লড়াই করতো না তারা মাঠে নেমেছে। বলছে বাবা যেও না। বিজেপিতে শুভেন্দু আসবেন কোথাও বলেছে বলে আমি শুনিনি। শুভেন্দুকে জোর করে ওরা বিজেপিতে পাঠিয়ে দিচ্ছেন। তৃণমূলে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। এ ওর নাম বলে দিয়ে চমকাচ্ছে আর আমাদের লোকেরা মজা নিচ্ছে।“
আরও পড়ুনঃ পিংলায় দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র
এপ্রসঙ্গে সৌগত রায়কেও কটাক্ষ করেন তিনি। বলেন, “সৌগত রায়ের বয়স হলে যা হয়। শিক্ষক মানুষ, উনার একটা গরিমা আছে। সেটা বজায় রেখে কথা বলুন। কেন চ্যাংড়াদের মত কথা বলছেন। উনি রাজ্যপাল নিয়ে কথা বলছেন। এটা কি উনার শোভা পায়?”
এদিন দিলীপের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে আক্রমণ শানান বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘খোকা বাবু বলছেন আমি নাকি গুন্ডা। লজ্জা করে না, গুন্ডামি কে করছে। গতকাল থেকে এখানে বিজেপি কর্মীদের উপর ঝামেলা করা হচ্ছে। ঝান্ডা খুলে নেওয়া হয়েছে। ঝান্ডা পোড়ানো হয়েছে। তৃণমূল নেতারা বিজেপিকে আটকানোর শেষ চেষ্টা করছেন তবে এটা সম্ভব হবে না।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584