রাম – দুর্গা প্রসঙ্গে চন্দ্রকোনারোডে মুখ খুললেন দিলীপ

0
74

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

dilip ghosh | newsfront.co
খোলা মঞ্চে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলা দখলের লক্ষ্যে মরিয়া হয়ে পড়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই বিজেপির পরিবর্তন যাত্রার মাধ্যমে গ্রামেগঞ্জে প্রচারকার্য শুরু করেছে বিজেপি নেতৃত্ব। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে শালবনি ও চন্দ্রকোনারোডে বিজেপির পরিবর্তন যাত্রা ও পথসভা করল বিজেপি নেতৃত্ব। এই পথ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব।

bjp rally | newsfront.co

এইদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি। পাশাপাশি আগামী দিনে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে বিজেপিকে ক্ষমতায় আনার বার্তা দেন রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, ময়নাগুড়ি পুরসভার নোটিফিকেশন জারি

 dilip ghosh  | newsfront.co
দিলীপ ঘোষ, সাংসদ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাধা হয়ে দাঁড়াল ব্রিজ, শীতলকুচিতে স্তব্ধ বিজেপির পরিবর্তন রথযাত্রা

এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম ও দুর্গার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “যেই রাজ্যে তৃণমূল দুর্গাপুজো ও সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে তারা দুর্গার মান-সম্মান নিয়ে কি বোঝেন! ভারতীয় জনতা পার্টি রামকে নিয়ে রাজনীতি করে, দুর্গা আমাদের দেবী। রাম দুর্গার উপাসক ছিলেন রাম দুর্গার পুজাে করে রাবণকে বধ করেছিলেন।” সারারাজ্যে যে এই নিয়ে ছি ছি হয়ে গিয়েছে। আর আপনার তো মা মমতা, দুর্গা কবে থেকে মা হলো? এমনটাই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সবমিলিয়ে কার্যত এক কথায় বলা যেতে পারে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যের রাজনীতির পারদ আরো ঊর্ধ্বতর হচ্ছে, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here