রাজ্য সরকারকে ঠেস দিলীপের

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সর্বদল কমিটি গঠন নিয়ে এবার রাজ্য সরকারকে ঠেস দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে, ‘ত্রাণ বিতরণ নিয়ে সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। কমিটি গঠন করা সমস্যার সমাধান নয়।’
এদিন সকালে মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

leader Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগের সুরেই তিনি বলেন, ‘তৃণমূলের সদস্যরাই ত্রাণসামগ্রী লুঠ করছে।’ তিনি বলেন, ‘এই প্রশাসনের কর্মীরা মুখ্যমন্ত্রীর কথা শোনেন না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নেত্রীর নির্দেশ মানেন না।’ তিনি মনে করেন, এখন সবই মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই বাংলার মানুষকে নিজের অধিকারটা নিজেকে বুঝে নিতে হবে।

BJP leader Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূলকে তোপ দেগে দিলীপ জানান, ‘তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আইন মানেন না। লকডাউনের নিয়ম মানেন না।’

আরও পড়ুনঃ যুবদের উজ্জীবিত করতে ময়দানে দেবাংশু

একই সঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কারও বিরুদ্ধে কোনো ধরনের মামলা হচ্ছে না। শুধু বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, আইন সবার জন্য একই হওয়া উচিত।’ রাজনীতির সীমা থাকা উচিত বলেও তিনি মত প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, ‘লকডাউনের নিয়ম তৃণমূল কংগ্রেস মানছে না। আর তাই একজন বিধায়ক মারা গেলেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here