খড়্গপুর শহরকে করোনা হাব তৈরি করেছে তৃণমূল নেতারাঃ দিলীপ ঘোষ

0
53

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

খড়গপুর শহরকে করোনা হাব তৈরি করেছে তৃণমূলের নেতারা। শুক্রবার সকালে মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, খড়গপুরে করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন উপপ্রধান। তার থেকে করেনটাইনে চলে গেছেন প্রশাসনের অনেক কর্তা। প্রশাসন কিভাবে চলবে, এমনই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি নির্দেশ না মেনে ঘুরেছেন যারা তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ।তিনি আরো বলেন তৃণমূল খুন করে লাশ পাঠালে ,তবে ওনারাও যেন তৈরি থাকে লাশ গোনার জন্য”।প্রসঙ্গত বাগনান কাণ্ডের পর তৃণমূল বিধায়ক সমীর রায় দিলীপ ঘোষের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেছিলেন,”সকাল থেকে নিমতলা ঘাটে বসে থাকুন দিলীপ ঘোষ, অনেক লাশ আসে,সেগুলো নিয়েই রাজনীতি করবেন ২০২১ সালে।”

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ খুলল না তারকেশ্বর মন্দির

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া জবাব দেন দিলীপ।সাধারণ মানুষদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেনবাড়িতে মাস্ক তৈরি করুন, নিজে ও পরিবারের সদস্যরা ব্যবহার করুন।করোনা ঠাকুর কতদিন বাঁচবে তা জানি না। ধারণা চিনা মাল বেশি দিন টিকে না, তাই এই অসুখ বেশি দিন যাবে না।

Mask distribution | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা থেকে মুক্তি পেতে ঠাণ্ডা পানীয় না খাওয়ার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা খড়গপুর সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে মেদিনীপুর শহরের স্টেশন রোড এলাকায় দলীয় কর্মসূচীতে যোগ দিতে এসেছিলেন। স্থানীয় মানুষদের হাতে তুলে দেন হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০, মাস্ক ও গাছের চারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here