মার খাওয়ার ভয়ে সেনা নামিয়েছে রাজ্য মত দিলীপের

0
73

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

ঘূর্ণিঝড় আমপানের জেরে তছনছ হয়ে গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। উপড়ে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি। ফলে বন্ধ হয়ে গেছে রাস্তা। রাজ্য থেকে আমপান বিদায় নেওয়ার চারদিন পরেও অধিকাংশ অঞ্চলে এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছিল রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর। আর তাতেই দ্রুত সাড়া দিয়েছে সেনা।

Dilip Ghosh | newsfront.co
ফাইল চিত্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়, বাংলার ছ’টি জেলায় উদ্ধারকাজ চালানোর জন্য এনডিআরএফের আরও ১০টি দল পাঠানো হবে। সব মিলিয়ে এনডিআরএফের ৩৬টি দল রাজ্যে কাজ করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আরও পড়ুনঃ আমপানের তান্ডবে যেন নিঃস্ব সুন্দরবন

অন্যদিকে, রাজ্যের এহেন কর্মসূচীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ঘূর্ণিঝড় আমপানের বিপর্যয় মোকাবিলায় দেরিতে সেনা নামানো হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

শনিবার সাংবাদিকদের দিলীপবাবু বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ। তাই ভয়ের চোটে সেনা নামিয়েছে রাজ্য সরকার।’ তিনি আরও বলেন, ‘রাজ্য সরকারের বিলম্বিত বোধদয় হয়েছে। দিদিমণি ভেবেছিলেন একাই সামলে নেবেন। শেষে ভয় পেয়ে সেনা নামাতে হয়েছে। ৭২ ঘণ্টার পরও কলকাতায় বিদ্যুৎ ফেরেনি। মার খাওয়ার ভয়ে সেনা নামিয়েছে রাজ্য সরকার।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here