ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীদের সামগ্রী বিতরণ মন্দির কর্তৃপক্ষের

0
27

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাইনে আটকে পড়া ভিন রাজ্যের প্রায় সাড়ে তিনশো জন যুবকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল রায়গঞ্জ কর্ণজোড়া অমরনাথ মন্দির কমিটি । অসম, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রসাধনী দ্রব্য ও জৈব সার বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে তাঁরা এসেছিলেন। কিন্তু সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা হওয়ায়, সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়।

Distribution | newsfront.co
নিজস্ব চিত্র

তবে জানা যায় কাজের তাগিদে এসে রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাঁরা।অপরদিকে ব্যবসা বন্ধের জেরে প্রতিদিনের খাবারের খরচ জোগাড় করতে সমস্যা হচ্ছিল তাঁদের। তাই সেলস ম্যানদের সমস্যার কথা ভেবে কোম্পানি কিছু সাহায্য করেছিল।

Distribution | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিজের জমানো ভাতার পুরোটাই করোনা মোকাবিলা তহবিলে দান চেয়ারম্যানের

কিন্তু সেই সাহায্য তাঁদের দীর্ঘ সময় ধরে চলেনি। তাই দুর্দশা দেখে কর্ণজোড়া অমরনাথ মন্দির কমিটির পক্ষ থেকে রবিবার ভিন রাজ্যের যুবকদের হাতে সামগ্রী হিসাবে চাল, আলু, তেল এবং সাবান তুলে দেওয়া হল।অন্যদিকে, লকডাউনের মধ্যে মরশুমের দুটো বড় উৎসব তথা বাসন্তী পূজো ও পয়লা বৈশাখের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন মন্দিরের পূজোগুলোও বন্ধ হয়ে গেছে। তাই অর্থের ভাণ্ডারে টান পড়েছে পুরোহিতদেরও।

তাই এবার রায়গঞ্জের পুরোহিতদেরও পাশে দাঁড়ালো রায়গঞ্জের দেবীনগর এলাকায় ‘দেবপুরী’ মন্দির কর্তৃপক্ষ।
এদিন পুরোহিতদেরও চাল, আলু, সোয়াবিন, মুসুর ডাল ও সাবান তুলে দেওয়া হয়। এদিন এই সামগ্রী পেয়ে যথেষ্ট খুশি এলাকার পুরোহিতরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here