নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের মন পেতে এবার ‘চায়ে পে চর্চা’ জুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার তালবাগিচা এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপবাবু।
একটি চায়ের দোকানের সামনে বসে চা খেতে খেতে মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘খড়গপুরে করোনা পরিস্থিতি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।যার ফলে খড়গপুর শহরের বাসিন্দারা ভয়ের মধ্যে রয়েছেন। নিজামউদ্দিন থেকে ফিরে আসা মানুষদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরেছেন খড়গপুর পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান শেখ হানিফ। সেই সঙ্গে শেখ হানিফ সরকারি আধিকারিকদের সাথে মেলামেশা করেছেন। যার ফলে খড়গপুরের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।’
আরও পড়ুনঃ কয়লা খনিতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষণ নয়, মোদীকে চিঠি মমতার
তিনি বলেন, ‘এভাবে মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই। করোনার রিপোর্ট একদিনে পাওয়া যায় নাকি? শেখ হানিফ কী নিজের বাড়িতেই করোনা রিপোর্ট তৈরি করছেন? প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584