উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গোসাবায় বোমা বিস্ফোরণে ছজন মারাত্মক জখম, একজনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে শনিবার দলের হেস্টিংস অফিসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘শুনছি আক্রান্তরা বোমা বাঁধতে গিয়ে মারা গেছেন। কিন্তু গোটা ঘটনা ঘটেছে রাস্তার ওপর।
কেউ প্রকাশ্যে রাস্তার ওপর বোমা তৈরি করতে পারে? পুলিশ তদন্ত করে দেখুক। কিন্তু পুলিশ বলছে আক্রান্তরা বিজেপির লোকজন। আসলে সারা রাজ্যে এইভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল।’ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,’দল আমাকে প্রার্থী হতে বলেনি।
দু’বার হতে বলেছিল হয়েছিলাম। ব্রিগেডে অভিনেতা মিঠুন চক্রবর্তী বা অক্ষয় কুমার আসবেন কিনা আমার জানা নেই।’ যদিও শনিবার কলকাতায় পশ্চিম বাংলার বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীও বলেছেন,’ব্রিগেডে মোদীর জনসভায় উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী।’
দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘উনি স্বচ্ছ রাজনীতিবিদ। তাঁকে পদ থেকে সরিয়ে দিয়ে অপমান করা হয়েছে।’ পরে এদিন বাম-কংগ্রেসের মিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,’অতি প্রাচীন দলের সঙ্গে অতি অর্বাচীন দল জোট করে তাদের দৈন্যতা প্রকাশ করেছে।’
আরও পড়ুনঃ নানান অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি
পরে তিনি বলেছেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও করোনার টিকা নেওয়া উচিত।’ এদিন দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি-র পতাকা হাতে তুলে নেন সোনামুখির তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপালী সাহা। এছাড়াও অভিনেতা রাহুল চক্রবর্তী, অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, যিনি সম্পর্কে তৃণমূলের মন্ত্রী গৌতম দেবের ভাগ্নি। আরও বেশ কিছু সেলিব্রিটি এদিন বিজেপিতে যোগদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584