ট্রাম্পের মতো স্বৈরাচারী মমতা! তীব্র কটাক্ষ দিলীপের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই বিরোধীর মতো কথা বলছেন, দাবি করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। কী বলেছেন দিলীপ, জেনে নিন…

Dilip Ghosh | newsfront.co
কোলাজ চিত্র

আট দফার মধ্যে দুই দফা ভোট পেরিয়ে যাওয়ার পর ‘হাফ সেঞ্চুরি’ করে ফেলেছে বিজেপি, দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের মতো স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার।’ পাশাপাশি, দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামে যাবতীয় অশান্তির জন্য তৃণমূল সুপ্রিমোর দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন দিলীপ ঘোষ।

ভোটের বাংলায় ক্রমশ চড়ছে রাজনৈতিক চাপানউতরের পারদ। দ্বিতীয় দফার নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় দাবি করেছেন যে তিনিই জিতছেন নন্দীগ্রামে। কিন্তু, সেই দাবিকে উড়িয়ে দিয়ে শুক্রবার নিউটাউনে দিলীপ ঘোষ বলেন, ‘দু’দফা নির্বাচনের পর ৫০টি আসনে বিজেপি জয়ী হতে চলেছে, এ বিষয়ে আমরা নিশ্চিত।’ তিনি আরও বলেন, ‘ শাসকদল স্বৈরাচারী হয়ে পড়েছে। হত্যালীলা চালাচ্ছে। ওনাদের কাছে হার স্বীকার করে নেওয়াটা মুশকিল।’

আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় ভোটের পর বিজেপি বিধায়কের গাড়ি করে ইভিএম নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল

পাশাপাশি নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনি বুঝতে পেরেছেন ওনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সেই কারণে তিনি নিজে বেরিয়ে গিয়ে গন্ডোগোল করার চেষ্টা করেছেন। একটা বুথে দুই ঘন্টা বসে বসে ছিলেন। এটা ওনাকে মুখ্যমন্ত্রী এবং একজন প্রার্থী হিসেবে শোভা দেয় না।’

আরও পড়ুনঃ সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি মারা গেছেন মোদির অত্যাচারে, অভিযোগ এমকে স্ট্যালিনের ছেলের

এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হারবে বুঝে অন্য কোথাও থেকে দাঁড়াবেন বলে চিন্তা-ভাবনা করছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যে ভাষণ দিয়েছেন তারপর উনি বোধহয় আর সেই সাহস করবেন না।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত বলে দাবি দিলীপ ঘোষের। তাঁর কথায়, ‘আগে আমরা অভিযোগ করতাম। এখন ওনারা অভিযোগ শুরু করে দিয়েছেন।’

এদিকে নির্বাচনের মুখে পুলিশ-প্রশাসনে একঝাঁক বদল করেছে কমিশন। ভোটের দিন ঘোষণার আগেই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। সেই সঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষাবিধির দিকেও নজর রয়েছে নির্বাচন কমিশনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here