নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফর ঘিরে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। নাড্ডার পুলিশি নিরাপত্তায় রাজ্যের গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন দিলীপ। চিঠি পাওয়ার পরই রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দিলীপ ঘোষ ওই চিঠিতে জানিয়েছেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পুলিশি নিরাপত্তায় রাজ্যের গাফিলতি ছিল। প্রয়োজনীয় সংখ্যায় পুলিশ প্রায় ছিলই না। লাঠি-বাঁশ নিয়ে ২০০ জন দুষ্কৃতী আসে হেস্টিংসের বিজেপি কার্যালয়ে। বিক্ষোভকারীদের সরানোর বা আটকানোর কোনো চেষ্টা করেনি পুলিশ। দিলীপের অভিযোগ পুলিশ তো ছিলই না, আর যে কয়জন ছিল তারাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
একুশের নির্বাচনে বাংলার ক্ষমতা দখল বিজেপির পাখির চোখ। ভোট যুদ্ধে জিততে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। ঘন ঘন কেন্দ্রীয় স্তরের নেতাদের আসা যাওয়া তাই লেগেই আছে রাজ্যে।
আরও পড়ুনঃ ‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান’, বিজেপির টুইটে টিপ্পনি তৃণমূলের
বুধবারও ২ দিনের সফরের বাংলায় আসেন বিজেপি সভাপতি। হেস্টিংসে দলের দপ্তর উদ্বোধন করতে যান তিনি। সেখানেই নাড্ডার গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকাও দেখানো হয় তাঁকে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
আরও পড়ুনঃ রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে পেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেস সরকারের রিপোর্ট কার্ড
আজও নাড্ডার কর্মসূচি রয়েছে বাংলায়, আজ ডায়মন্ডহারবারে সভা করবেন জে পি নাড্ডা। বাংলায় বিজেপি সভাপতির সফর ঘিরে নিরাপত্তার অভাবের অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্য সভাপতির চিঠিতে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584