‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান’, বিজেপির টুইটে টিপ্পনি তৃণমূলের

0
86

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

একুশের বিধানসভা নির্বাচনের মুখেই তোলপাড় রাজ্যরাজনীতি। এরই মধ্যে “বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান!” খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

jp nadda | newsfront.co
গ্রাফিক্স চিত্র

আর একে হাতিয়ার করে মাঠে নামতে একটুও দেরি করেনি তৃণমূল শিবির। ফের ‘বহিরাগত’ বলে কটাক্ষ ছুঁড়ে দিল মমতা বাহিনী।রাজ্য সফরে জেপি নাড্ডা। বুধবার কলকাতায় ঠাসা কর্মসূচি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। হেস্টিংসে দলের ‘হাইটেক’ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন সেরেছেন তিনি।

পরে কালীঘাটের মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন। একুশের ভোটকে সামনে রেখে দলের রাজ্য নেতৃত্বকে কৌশল বেঁধে দেবেন নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে গিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এতদূর পর্যন্ত ঠিক ছিল।তবে এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নাড্ডার একটি টুইট ঘিরে শুরু প্রবল বিতর্ক।

আরও পড়ুনঃ মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে শিক্ষকতা ছাড়লেন বৈশাখী

টুইটে নাড্ডা লিখেছেন, ‘বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান: শ্রী জে পি নাড্ডা’। (বানান অপরিবর্তিত) আর এতেই বিতর্কের সূত্রপাত। বাক্যের শব্দচয়ন ও বিশ্বকবির জন্মস্থান নিয়ে বিজেপির এহেন টুইট ঘিরে শোরগোল পড়ে সমাজিক মাধ্যমেও।এই টুইট প্রকাশ্যে আসতেই বিজেপিকে বিঁধতে আসরে নামে তৃণমূল।

আরও পড়ুনঃ রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে পেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেস সরকারের রিপোর্ট কার্ড

মমতার দলের তরফে টুইটে লেখা হয়, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জোড়াসাঁকোতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তার ৬০ বছর পরে ১৯২১ সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত’। (বানান অপরিবর্তিত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here