নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
যে ভাইয়ের জন্য দিদি কালীঘাটে পুজো দিলেন সে ভাইয়ের শপথ গ্রহণের সময় দিদিকে ভুলে গেলেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপির সাংগঠনিক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয় তিনি আরও বলেন, দিল্লিতে আপ জেতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপবাস করলেন পুজো দিলেন কিন্তু সেই জিতে যাওয়ার পরে দিদিকে ভুলে গেলেন। এটাই হচ্ছে রাজনীতি যাদের নেতৃত্বে দিদি নাকি সর্বভারতীয় নেত্রী হবেন, তারাই এখন দিদিকে পাত্তা দিচ্ছে না। মেট্রো রেল উদ্বোধনের সময় তিনি জানান কষ্ট পেয়েছেন। দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘটনায় তার থেকে বেশি কষ্ট পেয়েছেন।

রেলের উদ্বোধনের সময় তাকে ডাকা হয়নি বলে তিনি চোখের জল ফেলে ছিলেন এবার উনি কি করবেন? প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।
অন্যদিকে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক হয়ে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটা অত্যন্ত ভালো খবর এতে রাজ্যের উন্নয়ন বেশি হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584