নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাকে জয় করে বাড়ি ফিরলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার সকালেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। বিজেপি সাংসদ জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তাই সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর শুক্রবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। জ্বর-কাশি ছিল তাঁর। এদিন রাতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পুনর্বিবেচনার আবেদন ফোরাম ফর দুর্গোৎসবের
হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় যে, বিজেপি সাংসদের করোনা রিপোর্ট পজিটিভ। শুরু হয় চিকিৎসা। ধীরে ধীরে উন্নতি হয় দিলীপ ঘোষের শারীরিক অবস্থার। এরপরই চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দলের সভাপতি করোনাজয়ী। এই খবর রটে যেতেই হাসপাতালের সামনে বহু বিজেপি কর্মী ভিড় জমান। কিন্তু, পুলিশ তাদের সরিয়ে দেয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ আজ ছুটি পাচ্ছেন দিলীপ ঘোষ, ফোন করে খোঁজ মুখ্যমন্ত্রীর
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘আমি সেভাবে অসুস্থ হইনি। প্রথম দিকে সামান্য কাশি আর জ্বর ছিল,বাড়িতেই ছিলাম। পরে জ্বর বাড়তেই চিকিৎসকের পরামর্শ নিই। হাসপাতালে ভর্তি হই। তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ। শারীরিক পরীক্ষার সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। বাড়িতে কয়েক দিন বিশ্রাম নিলে আরও সুস্থ হয়ে উঠব।‘ এরপরই অনুগামীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এতদিন যাঁরা চিন্তায় ছিলেন, তাঁদের আশ্বস্ত করে বলব চিন্তার কোনও কারণ নেই। সকলকে ধন্যবাদ।’
এরপর উৎসবকে মাথায় রেখে রাজ্যবাসীকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শও দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘সবাইকে সাবধানে থাকার জন্য বলছি। রাজ্যে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নিজেকে সুরক্ষিত রেখে পুজো উপভোগ করুন।‘প্রসঙ্গত উল্লেখ্য, এরপূর্বে রাজনৈতিক বক্তৃতায় করোনা চলে গিয়েছে বলে দাবি করেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584