আজ ছুটি পাচ্ছেন দিলীপ ঘোষ, ফোন করে খোঁজ মুখ্যমন্ত্রীর

0
103

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অবশেষে তিন দিনের মধ্যেই দিলীপ ঘোষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা।
মঙ্গলবার সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পেতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিছুদিন আগেই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

dilip ghosh | newsfront.co
ফাইল চিত্র

কয়েকদিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার দুপুরে ছুটি পাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। চিকিৎসকরা তাকে কয়েকদিন বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন।একই পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আপনার এত সাহস যে…হুমকি দিচ্ছেন, টুইটারে অমিতকে তোপ অভিষেকের

সোমবার সন্ধ্যার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে কথা বলেছেন, বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের শারীরিক সুস্থতা কামনা করেন। তারপরই তিনি বলেন কয়েকটা দিন অন্তত চিকিৎসকদের পরামর্শে আপনি চলবেন।

আরও পড়ুনঃ তৃতীয়াতেই মুক্ত করে দেওয়া হল বলবিন্দর সিংকে

অন্যদিকে দিলীপ ঘোষকে এদিন দলীয় কর্মীরা রাজারহাটের বাড়িতে নিয়ে যাবেন। দলীয় কর্মীরা বাইক মিছিল করে তাকে বাড়িতে নিয়ে যাবেন। কলকাতা ও সল্টলেকের বিজেপি কর্মীরা এই বাইক মিছিলে অংশগ্রহণ করবেন বলে বিজেপি সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here