পিয়ালী দাস, বীরভূমঃ
শুক্রবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষের গরুর দুধে সোনা পাওয়া যায় বক্তব্যকে নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন, ‘উনার জলাতঙ্ক রোগ হয়েছে বলে।’ অনুব্রত মণ্ডল বলেন, “পাগলে কিনা বলে। জলাতঙ্ক রোগ জানেন? কুকুরে কামড়ালে ১০ বছর পর হয়, ওর সেটাই হয়েছে। কেন যে ডাক্তার দেখাচ্ছে না। অবশ্য জলাতঙ্ক রোগ হলে অনেক কষ্ট হয়, আলফাল বকে। এখনো পর্যন্ত জলাতঙ্ক রোগের কোন ওষুধ বের হয় নাই। জলাতঙ্ক রোগের কোন ওষুধ বের করতে পারে নাই। কুকুরে কামড়ালে যে রোগ হয় সেই রোগ হয়েছে দিলীপ ঘোষের। সেজন্যই মাঝে মধ্যে বীরভূমে এসে মা তারাকে বলে রোগ থেকে বাঁচাও।”
এদিন অনুব্রত মণ্ডলের হাত ধরে বোলপুর ব্লকের আলবাঁধা গ্রামে বিজেপি থেকে প্রায় ৪০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সর্পলেহনা অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতি সুনীল দাসও যোগদান করে।
আরও পড়ুনঃ দিলীপ ঘোষের মন্তব্যের জেরে গরু দিয়ে গোল্ড লোনের দাবি এসএফআইয়ের
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সুনীল দাস জানায়, লোকসভা নির্বাচনের আগে বিজেপি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়নের কিন্তু কোন উন্নয়ন করতে পারেনি তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম কারণ রাজনীতি করি মানুষের উন্নতির জন্য উন্নতি যদি বিজেপিতে না হয় তাহলে সেখানে থাকার কোন মানে হয় না যে দল গ্রামের উন্নয়ন করছে আমরা তার সাথেই আছি তাই মমতা ব্যানার্জির দলে যোগদান করলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584