নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আমি জানতে পেরেছি যে আমাদের এখানে যারা করোনা চিকিত্সার সঙ্গে যুক্ত, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা ভয়ের মধ্যে আছে, কারণ তাদের কাছে করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য উপযুক্ত ইকুইপমেন্ট পৌঁছচ্ছে না।
মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন লক্ষ লক্ষ সামগ্রী দিয়েছেন, কিন্তু তাদের হাতে নেই। কলকাতা ও অন্যান্য হাসপাতালে নার্স, স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এমনটাই অভিযোগ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তাই তিনি ১০০ টি PPE কিট আনিয়েছেন, তারই স্যাম্পল আজ প্রিন্সিপালের হাতে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, অন্যান্য রাজ্যে করোনা ভাইরাস আটকাতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু টাকার কথা বলছেন কিন্তু কোন ব্যবস্থা এখনো হয়নি।
আরও পড়ুনঃ টনক নড়লো প্রশাসনের, শ্রমিকদের ঠাঁই এখন আইটিআই কলেজে
কতজন মারা গেছে, কতজন আক্রান্ত, সেই নিয়ে মানুষকে অন্ধকারে রাখছে এই সরকার। বলে দেওয়া হয়েছে যে মারা যাক, নিউমোনিয়া লিখতে হবে। এভাবে তথ্য গোপন করলে মানুষের মধ্যে ভয়ভীতি আরো বাড়বে। তিনি সরকারের কাছে আবেদন করেন, মানুষকে সত্য জানতে দিন।
কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়েই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষনা করেছে, কিন্তু রাজ্য সরকার যদি স্বীকারই না করে, মৃত্যুর কারণ করোনার পরিবর্তে অন্য কিছু লেখা হয়, তাহলে সেই ব্যক্তিটি ক্ষতিপূরণ পাবেন কি করে।
রাজ্য সরকারকে ১৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, কিন্তু সেটা স্বীকার করা হচ্ছেনা এবং সে টাকা কোথায় যাচ্ছে জানা যাচ্ছে না। এদিন দিলীপ বাবু জেলাশাসকের সঙ্গে দেখা করতে গেলে জেলাশাসক দেখা পর্যন্ত করেননি বলে অভিযোগ করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584