শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রধানমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন ঘোষণা পরপরই মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজনৈতিক ব্যাকফুটে বঙ্গ বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি পাল্টা আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেই।

মঙ্গলবার তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আসলে অনুকরণ প্রিয়। তাই প্রধানমন্ত্রীকে অনুকরণ করে উনি ঘোষণা করেছেন, ২১ সালের জুন পর্যন্ত উনি বিনামূল্যে রেশন দেবেন। কিন্তু উনি কি তত দিন মুখ্যমন্ত্রী থাকবেন? কেবল মানুষকে বিভ্রান্ত করে ধোঁকাবাজির রাজনীতি করছেন।’
নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পালটা পরের বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বুধবার রাস্তায় না নামলে সরকার চালক দিয়ে চালাবে বেসরকারি বাস, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ প্রধানমন্ত্রী আগামী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার যে ঘোষণা করেছেন তার ঐতিহাসিক। এর জন্য সরকারের ৯০ হাজার কোটি টাকা খরচ হবে।’ তবে কেন্দ্রের পাঠানো চালের মান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘কেন্দ্রের পাঠানো চাল তো ওড়িশা, বাংলাদেশে পাচার হয়। আর পচা চাল রাজ্যের মানুষকে খাওয়ানো হয়।’
এমনকি বাস মালিকদের হুঁশিয়ারি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী এদিন বাস মালিক সংগঠনের নেতৃত্ব কে বলেছেন বুধবার থেকে রাস্তায় বাস না নামালে সরকার চালক দিয়ে ওই বাস নামাবে।
আরও পড়ুনঃ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের পড়ুয়াদের পাঠ্য পুস্তকে ঢুকে পড়ল করোনা ভাইরাস
বেসরকারি বাস মালিকদের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘ আপনি বাসমালিকদের সমস্যার কথা না শুনে জুলুমবাজি করছেন। এই গা জোয়ারি কিন্তু মানুষ মেনে নেবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584