নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
“সকাল বেলা দিদিমনির বাড়ি এসে চা খেয়ে যায়, দুপুর বেলা বাড়িতে ভাত খেতে খেতে বলছে আমি কিন্তু টিএমসি তে নাই।” খয়রুল্লার চকে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধনে এসে রাজীব ব্যানার্জীর মন্ত্রীত্ব ত্যাগের খবরে এমনই কথা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির মুখ থেকে।
বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বনমন্ত্রী কে নিয়ে যথেষ্ট জল্পনার মধ্যে ছিল রাজনৈতিক বিশ্লেষণকারীরা,অবশেষে সেই জল্পনার অবসান ঘটে। মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার রাজীব বন্দোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষ। শুক্রবার মেদিনীপুরের গ্রামীণ পশ্চিম মণ্ডলের খয়রুল্লার চকে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করতে আসেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ নতুন ভোটারের সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি পেল রাজ্যের ৫ সীমান্তবর্তী জেলায়
মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়ই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের খবর পান তিনি। “কি পার্টি চলছে মনে হচ্ছে সার্কাস পার্টি!” রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীত্ব ত্যাগ করা নিয়ে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের খয়রুল্লাহ চকে দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন করতে এসে সভামঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি রাজ্য সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584