ফের তৃণমূলকে তুলোধনা করলেন দিলীপ ঘোষ

0
57

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

লড়াই আন্দোলন করে চলছে দল।বর্তমান সরকার যোগ্য জবাব দেবে।কার্যকর্তারা প্রস্তুত। বেছে বেছে বিজেপির সর্মথকদের বিরুদ্ধে এফআইআর করছে।

dilip ghosh saying about tmc | newsfront.co
নিজস্ব চিত্র

মিথ্যা মামলা করে তৃণমূল থামাতে পারবেনা।মথুরাপুর লোকসভায় কুল্পির পোলের হাটের চারুকলাভবনে সদস্য অভিযানে যোগ দিতে এসে একথা জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।দক্ষিন ২৪ পরগনা জেলার পশ্চিম ভাগের মথুরাপুর লোকসভায় সাতটি বিধানসভা ২৮ টি মন্ডল ও ২১টি জেলা পরিষদের বিজেপি কর্মকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করেন।

নিজস্ব চিত্র

যেখানে মুল বক্তা হিসাবে উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।এদিন দিলিপ বাবু বলেন,তৃণমূল বিধায়কেরা বিজেপিতে যোগ দেবে বলে উঠে পরে লেগেছে।লিস্টে রয়েছে তাদের নাম। রায়দিঘি বিধানসভা দেবশ্রী রায় বিজেপি দলে যোগদেওয়া নিয়ে তিনি বলে দলে যোগদেওয়া নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেনি।এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন মুসলিম তোসন করতে গিয়ে হিন্দু ভোট হারিয়েছে।

সভামঞ্চ।নিজস্ব চিত্র

এবার হিন্দু ভোট টানতে মসজিদ ছেড়ে এবার মন্দিরে যাচ্ছেন হিন্দু এই পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষ তার যোগ্য জবাব দেবে।কাটমানি প্রসঙ্গে তিনি বলেন শুধু এই জেলা নয়।গোটা বাংলা টাকা ছড়িয়ে ভোট কেনা প্রসঙ্গ তোলেন। সংখ্যা লঘুদের জন্য ভাতা প্রদান।

আরও পড়ুনঃ গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজিরা দিতে হাজির দিলীপ

নানান প্রকল্প সুবিধা পাইয়ে দেওয়া।সব ঠিক আছে তাদের জন্য উন্নয়ন করুক।কিন্তু তা না করে সংখ্যালঘুদের নিয়ে ভোটের রাজনীতি করছে।যার ফলে বাংলার মানুষ বিশ্বাস করছেনা।

তার জেরে লোকসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে।তিনি আরো বলেন বেছে বেছে বিজেপি সংখ্যালঘু নেতাদের খুন করছেন।যাতে বিজেপিতে সংখ্যালঘুরা ভোট না দিতে পারেন।

ডায়মন্ড হারবার ১১৭ নং জাতীয় সড়কে ধস প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাতে হবে।আজও তা জানায়নি।এগুলি সরকারি ব্যাপার।

রাজ্য এগুলো ডিম্যান্ড করতে হবে কেন্দ্রকে।কেন্দ্র টাকা দেয় বলে রাজ্য জাতীয় সড়ক চকচক করছে।এগুলো বলেনি বলে আমিও বলিনি। সরকারী মাধ্যমে সারভে হলে তবেতো ঠিক হবে।সদস্যতা অভিযান চলতি মাসের ২০ তারিখে শেষ হয়েছে।সেপ্টেম্বরে বুথ কমিটি গঠন।তার প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে এসেছেন দীলিপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here