মিম আর তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে! মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ

0
89

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় একটি সংগঠনের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Dilip Ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

তিনি জগদ্ধাত্রী পুজাের উদ্বোধন অনুষ্ঠান শেষ করার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, “মিম আর তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে। মিমের কাজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিম তৃণমূল কংগ্রেস কাছাকাছি এসেছে।”

Dilip Ghosh in medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, দিদি নিজেও কাজ করবেন না আর অন্যকেও কাজ করতে দেবেন না। বাংলায় কৃষক সম্মান নিধি থেকে বঞ্চিত বাংলার কৃষকেরা। বাংলার কৃষকেরা কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে ৬০০০ টাকা পাচ্ছে না। তার জন্য দায়ী দিদি। আয়ুষ্মান যোজনা প্রকল্পের ৫ লক্ষ টাকা মানুষ পাচ্ছে না, তার জন্য দায়ী দিদি।

আরও পড়ুনঃ টকিং ফাউল! জিন্দাবাদের তালিকায় ঢুকে পড়লেন শুভেন্দু, শুধরে নিয়ে অভিষেক জিন্দাবাদ

তিনি বলেন বাংলার লোক করোনার টিকা থেকে বঞ্চিত। কারণ কেন্দ্র ঠিক করে দিয়েছিল সাগর দত্ত হাসপাতাল থেকেই করোনার টিকা দেওয়া হবে। রাজ্যকে লোক পাঠাতে বলেছিল। তাই দিদি লোক পাঠাতে পারেনি। বাংলার মানুষ করোনার টিকা থেকে বঞ্চিত।

তিনি বলেন মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি তিনি যেন সকলকে ভালো রাখেন। আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। তখন ভালো করে আরো অনুষ্ঠান হবে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সক্রিয় বঙ্গীয় ভোটকর্মী ঐক্য মঞ্চ

এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে দিলীপ ঘোষের হাতে প্রতীকী গোদা, তীর-ধনুক,তলোয়ার তুলে দেওয়া হয়। দিলীপ ঘোষ বলেন বাংলার মানুষ সবকিছুই দেখছেন, শুধু দিদিমণিকে বিদায় দেওয়ার অপেক্ষায় তারা রয়েছেন। তাই ২০২১ সালের মে মাসে ভালো করে আমরা আনন্দ করবো। তিনি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার মুখার্জি,পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সমিত কুমার দাস ও পুজাে কমিটির উদ্যোগে আশীর্বাদ ভৌমিক সহ আরো অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here