নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হবে বলে তাঁর বিশ্বাস। গোলমাল কিছু দেখলে তাঁরা চুপ করে বসে থাকবেন না, সেকথা জানান দিলীপ ঘোষ।তৃণমূলকে হুঁশিয়ারির পাশাপাশি এদিন পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ।
বুধবার নারায়ণগড়ে কর্মিসভা করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোটের ৪৮ ঘন্টা আগে বিজেপিই যে কমিশনকে বলে কোচবিহারের পুলিশ সুপারকে বদল করেছেন সেকথা জাহির করে দাবি করেন প্রয়োজনে সেখানকার জেলা শাসককেও বদলি করা হতে পারে।
কখনো তাঁকে কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়,সেরকম দেখলে ভোটের আগের দিন রাতে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে তালা ঝুলিয়ে দিন যাতে ভোটের দিন তাঁরা রাস্তায় বেরোতে না পারেন।দেখা গেলে গাছে বেঁধে রাখুন।’ তৃণমূল নেতাদের উদ্দ্যশ্যে হুমকির সুরে তাঁকে বলতে শোনা যায়,’শুধরে যান।তা না হলে ঘরে ঢুকে মারব।হাত পা ভাঙব।ভোটও দিতে দেব না।’
সভার শুরু থেকেই তিনি কুকথার বুলি ওড়াতে থাকেন।পুলিশ এলাকায় এসে হুমকি দিচ্ছে।বিজেপি করার জন্য শাসাচ্ছে।কর্মীদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরই জেলার পুলিশ সুপার সহ থানার ওসি,আইসিদের উদ্দ্যশ্যে বলতে থাকেন,’বেশি বাড়াবাড়ি করলে কোচবিহারের এসপি অভিষেক গুপ্তার হাল করে ছেড়ে দেব।প্যাক করে পাঠিয়ে দেব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584