কাঁচা চিত্রনাট্যে পুলিশের জালে ‘মাওবাদী’ গল্প বলা যুবক

0
54

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

গল্প ফেঁদেছিল যুবক নিজেই । কিন্তু চিত্রনাট্যের হাতটা বড্ড কাঁচা। আর তাতেই শেষ রক্ষা হল না! পুলিশের কাছে ধরা পরে গেল তার কাঁচা হাতের চিত্রনাট্য। পুলিশি জেরায় ‘কবুল’ করল খড়গপুর শহরের যুবক সম্রাট মাইতি। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ৪টি ছেলে ওখানে বেড়াতে গিয়েছিল।

man | newsfront.co
ডিজি বীরেন্দ্র ৷ নিজস্ব চিত্র
polices | newsfront.co
নিজস্ব চিত্র

তার মধ্যে ১টি ছেলের মোবাইল হারিয়ে গিয়েছিল। বাড়ির চাপের জন্য ওই ছেলেটি গল্প ফেঁদেছিল। মাওবাদী সংক্রান্ত কোন ঘটনা নেই। ওই ছেলেটি জেরায় ভুল স্বীকার করেছে।’ ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার ৩ আগস্ট ।

police | newsfront.co
নিজস্ব চিত্র

ওই দিন খড়্গপুর শহর থেকে বেলপাহাড়ি ঢাঙিকুসুমে ঘুরতে গিয়েছিলেন সম্রাট মাইতি, বিশ্বরূপ ঘোষ, সুরজিত রায় ও অর্কদীপ পাল নামে ৪ যুবক। ওই ৪ জনের মধ্যে ১ জন সম্রাট মাইতি পুলিশের কাছে অভিযোগ করেন ‘ঢাঙ্গিকুসুম গ্রামে সশস্ত্র মাওবাদীরা তাদের ‘মুখোমুখি’ হয়ে তার মোবাইল ছিনিয়ে নেয়।’

person | newsfront.co
অমিত কুমার ভরত রাঠোর, জেলা পুলিশ সুপার ৷ নিজস্ব চিত্র

বিষয়টি জানাজানি হতেই রীতিমতো আলোড়ন পড়ে যায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ মহলে। বৃহস্পতিবার রাতে খড়্গপুর থানায় জিডি করেন ওই যুবক। গোয়েন্দা কর্তারাও চিন্তিত হয়ে যান এহেন অভিযোগ শুনে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

গোটা বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করার জন্য নবান্ন থেকে নির্দেশ আসে। শান্ত জঙ্গলমহলে এরকম ঘটনা শুনে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন রাজ্য পুলিশ। শনিবার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র স্বয়ং ঝাড়গ্রামে এসে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ঢাঙিকুসুমের ওই এলাকাও পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ বিরোধিতা সত্ত্বেও জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়

তারপরে ঢাঙিকুসুমে দাঁড়িয়ে ডিজি বীরেন্দ্র বলেন,‘ঢাঙিকুসুমে একটা অভিযোগের ভিত্তিতে জায়গাটি দেখতে এসেছি। জেলায় এদিন এলডাব্লু এরিয়া নিয়ে অভ্যন্তরীন রিভিউ মিটিং করা হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here