নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভোটের দিন খড়্গপুরে কেন রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ তা নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। পালটা দিলীপ ঘোষের বক্তব্য, আমি এখানকার সাংসদ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমতি নিয়েই এখানে এসেছি।
এই ঘটনার প্রতিবাদও করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। অভিযোগ, একজন এমপি ভোটে থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যে স্পষ্টত বহিরাগত।
আরও পড়ুনঃ করিমপুরে জয়প্রকাশকে মারধরের জেরে হুগলীতে পথ অবরোধ বিজেপির
দিলীপ ঘোষের আরও দাবি, আমি এলাকার সাংসদ হিসেবে নিজের ভবনে থাকলে অসুবিধা কোথায়? আমি এখানে আমার ভবনে থাকা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি সদর মহকুমা শাসককে। এরপরও আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। এটিকে তিনি তৃণমূলের রাজনীতি হিসেবেই মনে করছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584