নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রচারের আগে থেকেই শাসক দলকে তুলোধনা করতে শোনা গিয়েছিল তাঁকে।বারবার আঙুল তুলে ছিলেন পরিবর্তনের সরকারের দিকে।মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ী হওয়ার পরেই প্রথম পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদে এসে উপস্থিত হলেন দিলীপ ঘোষ।তাঁকে ঘিরে যথেষ্ট উত্সাহ লক্ষ্য করা যায় এলাকার মানুষের মধ্যে,এইদিন দিলীপ ঘোষকে সংবর্ধনা দেন এলাকার বিজেপি নেতৃত্বরা।
দিলীপ ঘোষকে কাছে পেয়ে কর্মীরা তাদের এলাকায় তৃণমূলের অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেন।সেই সঙ্গে এলাকার উন্নয়নের জন্য আবেদন রাখেন এলাকার মানুষ জন।নারায়ণগড়ে বাখরাবাদে উপস্থিত হওয়ার পর পাতলি সহ অঞ্চল গুলিতেও তিনি পরিদর্শন করেন,এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এলাকায় যেভাবে তৃণমূল সন্ত্রাস করেছে আমাদের কর্মীর বাড়ির লোককে হুমকি দিচ্ছে সেই সব পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম।
আরও পড়ুনঃ ফ্রেমটা পাল্টেছে মালটা একই আছে,চায়ের আড্ডায় দিলীপের মত
তিনি আরও বলেন, এর পরে যে রাজনীতি হবে সেটা উন্নয়নের রাজনীতি হবে,উল্লেখ্য গত কয়েক মাস ধরে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল,সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন গ্যাসের দাম কমবে,এবং ভর্তুকিও তুলে দেওয়া হবে,মানুষ যাতে কিনে ব্যবহার করতে পারে সে বিষয়ে কেন্দ্রে আলোচনা চলছে।অন্যদিকে ভাটপাড়া লোকসভা কেন্দ্রের কাঁচরাপাড়ায় মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম বলে কটূক্তি করায় অগ্নিগর্ভ হয়ে পড়ে গোটা এলাকা,দফায় দফায় চলে সংঘর্ষ,
এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী,পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে,পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়,সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন,এদের মাথা খারাপ হয়ে গেছে,”অন্তিম বিনাশ কালে বিপরীত বুদ্ধি”না হলে জয় শ্রীরাম বলে কেউ লাঠি চার্জ করে,এরা কি গালিগালাজ দিয়েছে, মানুষের যখন বুদ্ধি বিকৃতি হয় তখন এই অবস্থাই হয়,এমনই কটাক্ষ করেন দিলীপ ঘোষ।অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বাহিনী গঠন করায় সে বিষয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন,”দু দিন বাদে এই পার্টিটাই উঠে যাচ্ছে আবার জয় হিন্দ বাহিনী।”
এই দিন ভুইয়ার বাড়ির লোকের সাথে কথা বলেন দিলিপ ঘোষ।পাশাপাশি তড়িতাহত হয়ে মৃত অরুপ দাসের বাড়িতে গিয়েও পরিবারের লোকজনকে শান্তনা দেন দিলিপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584