নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সৌমিত্রের প্রয়াণে শোকাহত, উত্তরবঙ্গের সৌমিত্রের অক্সিজেন বলে পরিচিত আলিপুরদুয়ার শহরের নিউটাউন প্রভাত সংঘ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী দীলিপ কুমার দত্ত। সৌমিত্রের একাধিক আলাপ চারিতায় উত্তরবঙ্গের এই মানুষটির নাম উঠে আসত।

‘আবার অরণ্যে’ সিনেমায় সৌমিত্রের সঙ্গে অভিনয় করেছেন। শুধু তাই নয়, জয়ন্তীতে শ্যুটিং সেরে সেই সময় ২০০৩ সালে সৌমিত্র থেকে ছিলেন আলিপুরদুয়ার ক্লাউড লাইন ভবনে। অদূরেই দীলিপ বাবুর বাড়ি।

তাই ক্লাউড লাইনে রাত্রী যাপন করলেও সন্ধ্যার টিফিন সারতে আসতেন দীলিপ বাবুর বাড়িতে। ছোট ভাইয়ের মতো স্নেহ করা সেই মানুষটি আজ আর নেই ভাবতেই পারছেন না দীলিপ বাবু।
আরও পড়ুনঃ উৎসবের কলকাতা বদলে গেল মনখারাপে, শেষ যাত্রায় বাঙালির অপু
৬০ পার করা দীলিপ কুমার দত্ত বলেন, “হাসপাতালে ভর্তির কয়েকদিন আগেও ফোনে কথা হয়েছিল। বলেছিল ভালো আছেন। এমনটা হয়ে যাবে ভাবতেও পারিনি। এই শুন্যতা কোনদিন পূরণ হবে না। তা হবার নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584