পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তার অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা না থাকার কারনেই প্রচারের একদিন কমিয়ে দিতে বাধ্য হল নির্বাচন কমিশন।কমিশনের এই সিদ্ধান্তে মমতা বন্দোপাধ্যায়কে পদত্যাগ করা উচিত ছিল।
এদিন ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের শেষ প্রচারে যোগ দিতে এসে এমনই অভিযোগ করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, “বিদ্যাসাগরের মূর্ত্তি ভাঙায় তৃনমূল কংগ্রেসকে যারা ভোট দিতে চেয়েছিল এই ঘটনার পর তারাও আর তৃনমূলকে ভোট দেবে না।
আরও পড়ুনঃ প্রতিরোধের নামে ফের হিংসায় উস্কানিতে অভিযুক্ত দিলীপ,পাল্টা তৃণমূল
মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরামি মানুষ দেখতে পাওয়ায় ১৯ তারিখের পর মমতা বন্দোপাধ্যায়কে বাড়িতে তালা দিয়ে আটকে রেখে দিবে।”
এদিন তিনি ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডলকে সাথে নিয়ে ইসলামপুরের স্টেট ফার্ম কলোনী থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করেন। কয়েকশো কর্মী সমর্থক নিয়ে শেষ দিনের প্রচার সারেন দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584