হাত ভেঙে দেওয়ার হুমকি দিলীপের

0
56

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় দেখিয়ে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে আজ আবারও বেলাগাম মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

Dilip Ghosh | newsfront.co
সংবাদ চিত্র

আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ জানান,”যারা বাবুলের গায়ে হাত দিয়েছে তাদের হাত কিভাবে ভেঙে দিতে হয় জানি। আজ হোক, কাল হোক সেটা করব। সেই ক্ষমতা আমার আছে। যে বাবুলের চুল ধরে টেনেছে, সে যাদবপুরের ছাত্রই নয়। আগে এদের দেশবিরোধী বলতাম, এখন বলছি সমাজবিরোধী।”

এদিন দিলীপ ঘোষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলার দায় চাপিয়েছেন টিএমসি ও সিপিএমের উপরে । পাশাপাশি ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উপাচার্যকে এই ঘটনার জন্য দায়ী করে তিনি মন্তব্য করেন, “উপাচার্যের যোগ্যতা সবাই দেখতে পেয়েছেন। উপাচার্য বলছেন, পুলিশ ডাকব না। ওঁর আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল।”

আরও পড়ুনঃ বাবুলের উপর আক্রমনের প্রতিবাদে পথ অবরোধ

উল্লেখ্য গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয়কে ঘিরে একদল পড়ুয়ারা বিক্ষোভ শুরু করে । বাবুল সুপ্রিয় ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে বেরোতে দেবে না বলে তারা প্রায় ছয় ঘন্টার উপর বাবুল সুপ্রিয়কে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রাখে । অবশেষে রাজ্যপাল ঘটনাস্থলে পৌঁছে বাবুলকে ইউনিভার্সিটি থেকে নিয়ে রাজভবনে আসেন । এই ঘটনার পরেই পাল্টা বিক্ষোভ করে অগ্নিগর্ভ পরিস্থিতি করে বিজেপি সমর্থিত এবিভিপি । এবিভিপি পক্ষ থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন লাগিয়ে দেওয়া হয়, ইউনিয়ন রুমে ভাঙচুর করে কম্পিউটার চেয়ার টেবিল জ্বালিয়ে দেওয়া হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here