গরুর দুধে সোনা তত্ত্বে পূর্বসূরির পাশেই দাঁড়ালেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার

0
84

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ গরুর দুধে সোনা আছে- বর্ধমানের গাভীকল্যাণ সমিতির এক সভায় বলেছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেশি গরুর কুঁজে স্বর্ণনাড়ী থাকে, এসব যখন সভায় বলছিলেন দিলীপ বাবু টর্নেডো-র গতিতে তাঁর সোনা-তত্ব ছড়িয়ে পড়ছিল নেট পাড়াতে। সভা শেষ না হতেই দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে তৈরি মিমের সুনামি নেমেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার দিলীপ ঘোষের সেই তত্ত্বেই সায় দিলেন রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতায় সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বললেন, সেসময় একটি জার্নালে নাকি এই নিয়ে একটি প্রবন্ধ বেরিয়েছিল। এমনকি তিনি সেটি পড়েওছিলেন! গ সুকান্ত বাবুর দাবি, কোন খাবার খেলে শরীরে আয়রন বাড়ে তার মানে এই নয় যে সেই আয়রন দিয়ে টিএমটি বার বানিয়ে বাড়ি তৈরি করা যাবে। এটাও তেমনই দুধে সোনা পাওয়া যায় মানে এই নয় যে, সেই সোনা দিয়ে গয়না বানানো যায়। সুকান্ত বাবু এও বললেন যে, বিজ্ঞানের ছাত্র নাহলে এসব বোঝা সম্ভব নয়।

তবে এসব শুনে তৃনমূল সাংসদ সুখেন্দু শেখর রায় অবশ্য বলেছেন, ওদের পুরো দলটাই গরু বিজ্ঞানীদের দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here