‘দিন রাত্রির গল্প’ হল শুরু

0
244

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Din Ratrir Golpo | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

আজ মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চৌধুরী পরিচালিত বাংলার প্রথম স্পেস ফিকশন ‘দিন রাত্রির গল্প’। একটি দিন ও একটি রাতের গল্প বলা হয়েছে ছবিতে। আর সেই গল্প বলছেন একজন সন্ন্যাসিনী। এটি তাঁরই জীবনের গল্প।

Rajatava Dutta | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

দিনের গল্প ঘিরে রয়েছে মঙ্গল গ্রহের হাতছানি। সেখানে নাকি পাড়ি দিয়েছে বঙ্গতনয়া অরুণিমা চ্যাটার্জি। সে হঠাতই বাড়ি ফেরে না। বাবা-মায়ের চিন্তা বাড়ে। হঠাৎ নাসা থেকে খবর আসে তাদের মেয়ে মঙ্গলে পাড়ি দিয়েছে। কিন্তু সত্যিই কি তাই?

Raja Sen | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

আরও পড়ুনঃ রূপালী পর্দায় হৃত্বিক হতে পারেন মহারাজ

অন্যদিকে রাতের গল্পে একটি মেয়ে আশ্রয় পায় একটি বাড়িতে। সেখানে বসবাসকারী মানুষটি ভীষণ অদ্ভুত। সে শুধু মৃত্যুর গল্প শোনায়। রহস্য রোমাঞ্চ ঘেরা এই ছবিতে আছে ভালোবাসাও। আছে আরও অনেককিছু।

Rayati Bhattacharya | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

সেই ভূতুড়ে গল্পবলিয়ে লোকটির চরিত্রে রজতাভ দত্ত বলেন- “এই ছবিতে অ্যাডাল্ট দের জন্য কিছু দেখানো হয়নি। তাই সব বয়সিরা দেখতে পারেন এই ছবি।”

Rajatava Dutta | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

পরিচালক প্রসেনজিৎ চৌধুরী জানিয়েছেন- “একঘেঁয়ে প্রেমের গল্পে মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। তাই একটু অন্যকিছু দেখাতে চেয়েছি।”

ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন পরিচালক প্রসেনজিৎ চৌধুরী, রজতাভ দত্ত, অরুণিমা থুড়ি রায়তী ভট্টাচার্য, সুপ্রীতি চৌধুরী, অলকানন্দা রায়, রাজা সেন সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here