নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
একটা জয় পরিবর্তন করে দিল সব কিছু। আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর প্রশ্ন উঠে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স দলের গেম প্ল্যান নিয়ে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচে হারাতেই হারানো আত্মবিশ্বাস ফেরত পেলো নাইটরা।

আরও পড়ুনঃ জট কাটিয়ে ইনভেস্টর আনতে সফল মহামেডান সচিব ওয়াসিম
বোলারদেরবল হাতে যদি নায়ক হন গত ম্যাচের ‘খলনায়ক’ প্যাট কামিন্স তাহলে ধ্রুপদী ইনিংসে ম্যাচের সেরা শুভমান গিল।
ওপেন করতে নেমে শুভ মন গিলের ৬২ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস ম্যাচ জিততে নাইটদের সাহায্য করে, তাঁদের অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচ শেষে জানান ‘দারুন খেললো, এমন ইনিংস আরও খেলুক। আমরা ওকে কোনো চাপ দিই না। আমি চাই গিল ওর ক্রিকেট জার্নিটাকে উপভোগ করুক।’
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলকে আইএসএলে স্বাগত জানাচ্ছেন নীতা আম্বানি
শুভমান গিলের মত, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগারকোটির মতো তরুণরাও ভালো পারফর্ম করল। অনেকটা অক্সিজেন ঘরে তুলে নিল নাইটদের তরুণ বোলিং লাইন আপ।
তাঁদের প্রশংসাতে কেকেআর অধিনায়ক কার্তিক জানান, ‘আমরা তরুণ ক্রিকেটারদের সঙ্গে সব সময় ছিলাম। গত দু’বছর ধরে আমাদের দলে নাগারকোটি চোট পেয়ে না খেলতে পারলেও ওকে সরাইনি ওর প্রতিভার প্রতি আস্থা ছিল আমাদের। এবার ওর কাছে প্রমান করার সুযোগ ।’ পাশাপাশি কেকেআরের দুই দামি বিদেশীই নমরগ্যান ও প্যাট কামিন্সের প্রশংসা শোনা গেল ডিকের গলায়।
তাঁর কথায়, ‘বলেছিলাম ওদের একটা ম্যাচ দেখে বিচার করা ঠিক না। একটু সময় দেওয়া হোক, আমার বিশ্বাস ওরা আমাদের আরও অনেক ম্যাচ জেতাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584