অধিনায়ক পদ থেকে সরলেন ডিকে, দায়িত্বে এলেন মর্গ্যান

0
148

খালিদ মুজতবা, স্পোর্টস ডেস্কঃ

অবশেষে কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক। বিশেষত বেশ কিছুদিন থেকে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবিটা উঠছিল। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক।

Dinesh Kartik | newsfront.co
দীনেশ কার্তিক

শুক্রবার দুপুরে নাইটদের তরফে জানিয়ে দেওয়া হল, দীনেশ কার্তিক নিজে থেকেই অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁর পরিবর্তে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান কেকেআরের নেতৃত্ব দেবেন।

Eoin Morgan | newsfront.co
ইয়ন মর্গ্যান

মরশুমের প্রথম সাত ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়, ৩টি হার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই ফলাফলকে অধিনায়কের ব্যর্থতা বলা যাবে না। কিন্তু গত সাত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের পারফরম্যান্স তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে সমর্থকদের।

আরও পড়ুনঃ রিয়ানের পর বিহু নাচলেন ইংল্যান্ডের আর্চার

খাতায় কলমে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হাতে থাকা সত্বেও যেভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে কার্তিক দলকে ডুবিয়ে দিচ্ছেন, তা একেবারেই না-পসন্দ সমর্থকদের। আর সম্ভবত সেজন্যই সোশ্যাল মিডিয়ায় জোরাল দাবি উঠছিল তাঁর অপসারণের।

শেষপর্যন্ত শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগেই কার্তিক জানিয়ে দিলেন, তিনি আর অধিনায়কের পদে থাকতে চান না। ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here