শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে হিন্দি ভাষাভাষীদের সংখ্যা নেহাৎ কম নয়। আগামী বিধানসভা নির্বাচনে এরাই হয়ে উঠতে পারেন বড় ফ্যাক্টর। সেই কারণে হিন্দি দিবসেই সুব্রত বক্সির তৈরি তৃণমূলের হিন্দি সেলকে নতুন ভাবে গঠন করল তৃণমূল। যার চেয়ারম্যান করা হল দীনেশ ত্রিবেদীকে। সভাপতি করা হয়েছে বিবেক গুপ্তকে।
জানা গিয়েছে, পুনর্গঠিত হিন্দি সেলকে কাজ অনুযায়ী তিনটি স্তরের কাঠামোতে ভাগ করা হয়েছে। রাজ্য স্তরের কেন্দ্রীয় সমন্বয় কমিটি, জেলা স্তরের কমিটি এবং ব্লক স্তরের কমিটি। উত্তরবঙ্গ সহ আসানসোল, দুর্গাপুরের মতো একাধিক হিন্দি বলয়ে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে তৃণমূল।
আরও পড়ুনঃ ধ্রুপদী ভাষার মর্যাদা পাক বাংলাও, হিন্দি দিবসের শুভেচ্ছায় আবেদন মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যের বাকি অংশেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে হিন্দি সেলের মাধ্যমে বড়বাজার-সহ কলকাতার হিন্দি বলয়ে সীমাবদ্ধ থাকবে না তৃণমূল। জেলায় জেলায় তৈরি হবে হিন্দি সেল।
আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তায় জোর! কলকাতা পুলিশের ৯ ডিভিশনেই সাইবার ল্যাব খুলছে লালবাজার
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, হিন্দি বলয় মানেই বিজেপির ভোট ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গে ২৯৪ বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে ৭০ আসনে হিন্দি ভাষার আধিক্য রয়েছে। বিজেপির ১৮টি লোকসভা আসন জেতার পিছনে এই ফর্মুলা কাজ করেছে বলে বিশেষজ্ঞদের দাবি। তাই এবার হিন্দিভাষীদের মন জয়ে অবাঙালি ভোটব্যাঙ্ককে তৃণমূলে ফেরাতে এই বিশেষ তৎপরতা রাজ্যের শাসক তৃণমূলের বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584